দিল্লি পুলিশের হাতে আটক তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতিনিধি দল। NIA-এর অপব্যবহারের অভিযোগে দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধরনায় বসেছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেখানে পুলিশ এসে তাঁদের তুলে দেওয়ার চেষ্টা করে। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনদের ঘটনাস্থল থেকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। গোটা ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় রাজধানীতে। শান্তনু সেন, দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন সহ তৃণমূলের প্রতিনিধি দলকে নির্বাচন কমিশনের সদর দফতরের সামনে থেকে আটক করে দিল্লি পুলিশ। দোলা সেন বারবার কারত আর্জি জানান, তাঁর পায়ে সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। তাঁকে যেন ধাক্কাধাক্কি না করা হয়। তা সত্ত্বেও পুলিশ তাঁকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার দৃশ্য দেখা যায়। আটক হওয়ার পরও, ‘মোদী-অমিত শাহ হ্যায় হ্যায়’ স্লোগান দিতে শোনা যায় তৃণমূলের সাংসদদের। শান্তনু সেন সংবাদমাধ্যমে বলেন, ‘৩ অক্টোবর ২০২৩-এর পুনরাবৃত্তি হল। অভিষেকের নেতৃত্বে যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে কৃষি ভবনের বাইরে প্রতিবাদ করছিলাম তখনও আমাদের টেনে হিঁচড়ে গ্রেফতার করেছিল। বাংলার বকেয়া চেয়ে আমরা আন্দোলন করেছিলাম। ঠিক একইভাবে আমাদের আজ টেনে হিঁচড়ে শান্তিপূর্ণ ধরনা থেকে টেনে নিয়ে গেল দিল্লি পুলিশ। জমিদার রাজ চলছে এখানে। কেউ প্রতিবাদ করলেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে।’ জানা গিয়েছে, মন্দির মার্গ থানায় এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূলের সাংসদ প্রতিনিধিদলকে।
Related Posts
নৌবাহিনী প্রধান হচ্ছেন দীনেশ কুমার ত্রিপাঠি
দেশের নতুন নৌবাহিনী প্রধান হতে চলেছেন ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের জায়গায় বসতে চলেছেন। ৩০ এপ্রিল অবসর গ্রহণ করবেন অ্যাডমিরাল আর হরি কুমার। ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, পিভিএসএম, এভিএসএম, এনএম, বর্তমানে নৌবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি, ১৫ মে, ১৯৬৪ […]
উত্তরপ্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের ১২টি বগি, মৃত ৪, আহত ২৮
ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। রেল মন্ত্রক সূত্রে খবর, ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪জনের এবং আহত ২৮। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ডিব্রুগড় এক্সপ্রেসের সুরক্ষিত যাত্রীদের জন্য করা হল বিশেষ ব্যবস্থা। সূত্রের খবর অনুযায়ী, ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। এর মধ্যে তিনটি বগির গেট, জানালা […]
মহারাষ্ট্রের লোনাভালায় জলপ্রপাতে ভেসে গেলেন একই পরিবারের ৫
ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল একই পরিবারের ৫ সদস্যের। পুনের লোনাভালার শীর্ণ জলধারা মুহূর্তের মধ্যে হয়ে উঠল উন্মত্ত খরস্রোতা নদী। তারই কবলে পড়ে ভেসে গেলেন ৫ জন। তাঁদের মধ্যে ৩ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। মহারাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালার ভুসিবাঁধ। রবিবার ছুটির দিনে সেখানেই পিকনিক করতে […]