হরিয়ানায় ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে আন্দোলনকারী কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ অর্থাৎ সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল খানাউরি সীমানায় গিয়ে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দেখা করেন । সেখানেই আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আসন্ন লোকসভার অধিবেশনে তাঁর দলের সাংসদরা কৃষকদের দাবি তুলে ধরবেন বলে আশ্বাস দেন তিনি ৷ এদিন ডেরেকের ফোন থেকে সরাসরি কৃষকদের পাশে থাকার বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী । কৃষক নেতা জগজিৎ সিং দালেওয়ালের মমতার সঙ্গে কথা হয় । সেখানেই তিনি এই আন্দোলনের পাশে থাকার বার্তা দেন । মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই মুহূর্তে প্রতিনিধি দল পাঠালেও প্রয়োজন পড়লে তিনি নিজে যাবেন । অন্যদিকে তৃণমূলের প্রতিনিধিদল পাঠানোর জন্য তৃণমূল নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান কৃষকরা । কৃষক নেতা জগজিৎ সিং দালেওয়াল বলেন, “আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে প্রতিনিধি পাঠানোর জন্য । আমরাও ভাবছিলাম আপনার কাছে আমাদের দাবিপত্র পাঠাব । আজ এখানে আসা সাংসদদের আমি ঘটনাস্থল ঘুরিয়ে দেখিয়েছি । যেখানে আমাদের এক যুবা বন্ধু শহীদ হয়েছেন । সেই জায়গাটাও ঘুরিয়ে দেখিয়েছি আমরা ।”মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানি আপনাদের উপর অত্যাচার হয়েছে । আপনারা আপনাদের বন্ধুদের হারিয়েছেন । আপনাদের ট্রাক্টর নষ্ট করে দেওয়া হয়েছে । এমনকি আপনাদের দিল্লি পর্যন্ত যাওয়া হয়নি । আমি আমাদের এমপিদের এই কারণেই পাঠিয়েছি ৷ এই মুহূর্তে সংসদে আমাদের 42 জন সাংসদ আছে । আপনাদের দাবির পক্ষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চাই । আপনারা আপনাদের আন্দোলন জারি রাখুন । এই সরকার নড়বড়ে সরকার । গড়বড়ের সরকার । এর বিরুদ্ধে আন্দোলন জারি রাখুন ৷ প্রয়োজন হলে আমি নিজে যাব ।”
Related Posts
মহাদেবের মাথায় জল যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৯ পুণ্যার্থী
শ্রাবণের সোমবারে মহাদেবের মাথায় জল যাওয়ার সময় গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৯ পুণ্যার্থীর ৷ আহত বেশ কয়েকজন ৷ তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক ৷ রবিবার বৈশালীর হাজিপুর ইন্ডাস্ট্রিয়াল থানা এলাকায় ঘটনা ৷ জানা গিয়েছে, শ্রাবণ মাসের সোমবারের পুজো দিতে সোনপুর বাবা হরিহরনাথে মন্দিরে যাচ্ছিল পুণ্যার্থীদের একটি দল ৷ মৃতরা হলেন, ধর্মেন্দ্র পাসোয়ান, লালা দাস, ফুদেনা […]
ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে ভারী বৃষ্টি-ভূমিধস, উত্তর-পূর্ব ভারতে প্রাণ গেল ৩৬ জনের
ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। অতি প্রবল বৃষ্টি ও ভূমিধসে আট রাজ্যে প্রাণ হারিয়েছেন ৩৬ জন ৷ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত সড়ক ও রেল পরিষেবা ৷ মিজোরামে প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন ২৭ জন ৷ এর মধ্যে খনিতে ধস নেমে মিজোরামের রাজধানী আইজলে প্রাণ হারিয়েছেন ২১ জন, নিখোঁজ আরও ১০ জন ৷ নাগাল্যান্ডে মারা গিয়েছেন ৪ […]
গুজরাতে ভূজ-আহমেদাবাদ বন্দে মেট্রোর নাম বদলে গেল, উদ্ধোধনে প্রধানমন্ত্রী মোদি
দীর্ঘ প্রতীক্ষার পর রেলপ্রেমীদের জন্য সুখবর। পরিচয় বদলে এবার নয়া নামে হাজির হল বন্দে মেট্রো। ট্রেনটির নয়া পোশাকি নাম হল ‘নমো ভারত র্যাপিড রেল’। আজ, সোমবার এই ট্রেনটির উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন এই ট্রেনটি চলবে গুজরাতের ভূজ ও আহমেদাবাদের মধ্যে। এই রুটের মোট দূরত্ব থাকছে ৩৬০ কিমি। যাত্রাপথে থাকছে মোট ৯টি স্টেশন। পুরো […]