সংসদের আসন্ন অধিবেশনে কৃষকদের দাবি তুলে ধরবে তৃণমূল, আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

হরিয়ানায় ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে আন্দোলনকারী কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ অর্থাৎ সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল খানাউরি সীমানায় গিয়ে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দেখা করেন । সেখানেই আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আসন্ন লোকসভার অধিবেশনে তাঁর দলের সাংসদরা কৃষকদের দাবি তুলে ধরবেন বলে আশ্বাস দেন তিনি ৷ এদিন ডেরেকের ফোন থেকে সরাসরি কৃষকদের পাশে থাকার বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী । কৃষক নেতা জগজিৎ সিং দালেওয়ালের মমতার সঙ্গে কথা হয় । সেখানেই তিনি এই আন্দোলনের পাশে থাকার বার্তা দেন । মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই মুহূর্তে প্রতিনিধি দল পাঠালেও প্রয়োজন পড়লে তিনি নিজে যাবেন । অন্যদিকে তৃণমূলের প্রতিনিধিদল পাঠানোর জন্য তৃণমূল নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান কৃষকরা । কৃষক নেতা জগজিৎ সিং দালেওয়াল বলেন, “আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে প্রতিনিধি পাঠানোর জন্য । আমরাও ভাবছিলাম আপনার কাছে আমাদের দাবিপত্র পাঠাব । আজ এখানে আসা সাংসদদের আমি ঘটনাস্থল ঘুরিয়ে দেখিয়েছি । যেখানে আমাদের এক যুবা বন্ধু শহীদ হয়েছেন । সেই জায়গাটাও ঘুরিয়ে দেখিয়েছি আমরা ।”মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানি আপনাদের উপর অত্যাচার হয়েছে । আপনারা আপনাদের বন্ধুদের হারিয়েছেন । আপনাদের ট্রাক্টর নষ্ট করে দেওয়া হয়েছে । এমনকি আপনাদের দিল্লি পর্যন্ত যাওয়া হয়নি । আমি আমাদের এমপিদের এই কারণেই পাঠিয়েছি ৷ এই মুহূর্তে সংসদে আমাদের 42 জন সাংসদ আছে । আপনাদের দাবির পক্ষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চাই । আপনারা আপনাদের আন্দোলন জারি রাখুন । এই সরকার নড়বড়ে সরকার । গড়বড়ের সরকার । এর বিরুদ্ধে আন্দোলন জারি রাখুন ৷ প্রয়োজন হলে আমি নিজে যাব ।”

error: Content is protected !!