কোচবিহারের মানুষ যোগ্য জবাব দিয়েছে বিজেপিকে। সন্ত্রাস আর অনুন্নয়নের ফলে লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন অমিত শাহের ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনিয়ার। তারপর ভেটাগুড়ির মানুষ দুর্নীতির অভিযোগে বিজেপির পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিলেন আগেই। এবার তৃণমূলে যোগ দিলেন ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান দীপক বর্মন-সহ ৯ জন সদস্য। শুক্রবার সকালে জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে তাঁরা তৃণমূলে যোগ দেন। এর ফলে ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ১৫। তৃণমূলে যোগ দিয়ে দীপক বর্মন বলেন, বিজেপির পাপের বোঝা আর বইতে না পেরে উন্নয়নের সাক্ষী হতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বলেন, ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের নেতৃত্বে গুন্ডারাজ চলত। যাঁরা বিজেপিতে ছিলেন তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। এদিন প্রধান যোগ না দিলেও আমরা তাঁকে বাধ্য করব পদত্যাগ করতে। জয়ী হতেই বিজেপির গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহার লোকসভা কেন্দ্রে ৷ সেখানে নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়ি-2 গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের দখল নিল তৃণমূল । এই গ্রাম পঞ্চায়েত দু’টি বিজেপির দখলে ছিল ৷ শুক্রবার সকালে ভেটাগুড়ি-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান-সহ 10 জন পঞ্চায়েত সদস্য নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে তৃণমূলে যোগ দেন ।
Related Posts
রাজ্যে ফের ইডি হানা, উত্তর ২৪ পরগনার নিউ-ব্যারাকপুরে টানা তল্লাশি
উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে অর্থলগ্নি সংস্থার এক প্রাক্তন কর্মীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিল। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ ED-র ৫ সদস্যের একটি দল নিউ ব্যারাকপুরের ১৭৫ মেইন রোডে ওয়েস্ট সারদা অ্যাপার্টমেন্টের বি-ব্লকে ওই কর্মীর বাড়িতে হানা দেয় বলে খবর মিলেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি স্ত্রী পুত্র পরিবার নিয়ে নিউ ব্যারাকপুরের ওই অ্যাপার্টমেন্টে থাকেন। […]
সিকিমে বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী, ছাড়া হল জল, প্লাবিত হল বিস্তীর্ণ এলাকা
রিমলের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছিল উত্তরবঙ্গে। সে প্রভাবেই সিকিমের বৃষ্টিতে ফুঁসে উঠল তিস্তা নদী। গত বছর সিকিমের হ্রদ বিপর্যয়ে গতিপথ বদলেছিল তিস্তা। তার জেরে, এ বার বর্ষার আগে নদীতে জল বাড়তেই নতুন কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল সেবকের কাছে লালটং বস্তি এলাকা। তিস্তায় জল বেড়ে যাওয়ায় […]
ভোটের আগের রাতে বসিরহাটে উদ্ধার ২২ লক্ষ টাকার জালনোট, ধৃত ৮
বসিরহাট কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। তার আগের দিন অর্থাৎ শুক্রবার সেখানে লক্ষ লক্ষ টাকার জালনোট উদ্ধার হল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে বসিরহাটের বর্ণালিপাড়া এলাকায় একটি বহুতল আবাসনে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ২২ লক্ষ টাকারও বেশি জাল টাকা। সঙ্গে উদ্ধার হয় নকল সোনার বাট, কালার প্রিন্টার, টাকা ছাপানোর কাগজ। আট জনকে গ্রেপ্তার করেছে […]