বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিক্ষিপ্ত কিছু অভিযোগ করেন বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন তৃণমূল কাউন্সিলর-রা ৷ এই ঘটনা বাদ দিলে বেলা ৩টে পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ভোটগ্রহণই চলছে মালদা দক্ষিণ কেন্দ্রে ৷ এবার দুষ্কৃতীদের হাতে তৃণমূলের পোলিং এজেন্ট ও কর্মীদের আক্রান্ত হওয়ার খবর সামনে এল ৷ মালদা দক্ষিণে সুজাপুর বিধানসভার গয়েশবাড়ি অঞ্চলের ১১৫ নং বুথের ঘটনায় অভিযোগের তির কংগ্রেসের দিকে ৷ বুথ এজেন্ট ছাড়াও তাদের কয়েকজন কর্মী কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ তৃণমূলের ৷ যদিও পালটা ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর দাবি, হারার ভয়ে তৃণমূল নতুন নাটক ফেঁদেছে ৷ তবে মালদা মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে আহত তৃণমূলের বুথ এজেন্ট জলেল আলি বলেন, “সুজাপুর চাষপাড়ার 115 নম্বর বুথে তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছিলাম ৷ সকাল থেকে সবকিছু ঠিকমতোই চলছিল ৷ হঠাৎ গয়েশবাড়ি এলাকার কংগ্রেসের দুষ্কৃতীরা বুথে চড়াও হয় ৷ চাষপাড়ায় ওদের কোনও ভোট নেই ৷ ওরা 20-25 জন আসে ৷ আমাকে বুথ থেকে বের করে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ৷ ওদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল ৷ তা দিয়ে ওরা আমার মাথায় আঘাত করে ৷ আমাদের তিনজনকে ওরা মারধর করেছে ৷” বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সত্ত্বেও তাঁর উপর হামলার অভিযোগ করেন তৃণমূলের বুথ এজেন্ট ৷ মালদা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান বলেন, “ওখানে আমাদের পোলিং এজেন্ট ছিলেন ৷ ভোট ঠিকমতোই হচ্ছিল ৷ হঠাৎ কংগ্রেসের সমাজবিরোধীরা সেখানে হামলা চালায় ৷ আমি ঘটনাস্থল দেখে এসেছি ৷ সেখানে বিএসএফ দাঁড়িয়ে রয়েছে৷ তারপরেও দুষ্কৃতীদের ভোটার আইডি পরীক্ষা না-করে তাঁরা কীভাবে তাদের ঢুকতে দিলেন জানি না ৷ ভিতরে ঢুকে ওরা আমাদের লোকজনকে বেধড়ক মারধর করে ৷ কংগ্রেসের কাছ থেকে এই দুর্বৃত্তায়ন আমরা আশা করি না ৷ যদিও কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী বলছেন, “দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর থেকেই কুৎসিত খেলায় নেমেছে তৃণমূল ৷
Related Posts
আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে অভিষেকের রোড শোয়ে জনপ্লাবন
দুপুরে আলিপুরে জেলাশাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েই বিকেলে আসানসোলে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, আসানসোল লোকসভা কেন্দ্রের আর্যকন্যা স্কুল মোড় থেকে সিটি বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো-তে অভিষেকের আবেগে জনপ্লাবন। দলীয় প্রার্থী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা, রাজ্যের মন্ত্রী নেতা মলয় ঘটক-সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে […]
পূর্ব বর্ধমানের বড়শুলের পুতুন্ডা গ্রামের কাছে বাঁকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকা
পূর্ব বর্ধমানের বড়শুলের পুতুন্ডা গ্রামের কাছে বাঁকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকা। এলাকার মানুষজনকে আশ্রয়শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক। বড়শুল ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুতুন্ডা গ্রামে বাঁকা নদীর বাঁধ ভেঙে এদিন সকালে। খবর পাওয়া মাত্রই পুতু্ন্ডা গ্রাম তদারকিতে যান বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। এছাড়াও ঘটনাস্থলে যান পঞ্চায়েত […]
দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারি চালক এখনও জীবিত
দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারি চালক এখনও জীবিত আছেন। বর্তমানে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মনু কুমার। হাসপাতাল সূত্রে খবর, মনু মাথায় গুরুতর চোট পেয়েছেন। তাঁর স্মৃতিশক্তি লোপ পেয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে কথা বলার অবস্থায় আপাতত নেই। রেল সূত্রে খবর, মনু খানিকটা সুস্থ হলে তাঁর বয়ান রেকর্ড করা হবে। উল্লেখ্য, সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে মালগাড়িটি ধাক্কা মেরেছিল […]