রাজনৈতিক বিবাদের জেরেই খুন! তেমনটাই বলছেন স্থানীয়রা। অভিযোগ, রবিবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত শীতেশনগর গ্রামে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মীকে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম হাজিকুল ইসলাম (৩৫) । তাঁর বাড়ি শীতেশনগর গ্রামে। স্থানীয় সূত্র বলছে, হাজিকুল ইসলাম নামে তৃণমূল কংগ্রেসের ওই সক্রিয় কর্মীর সঙ্গে বাম সমর্থক পরিবারের কয়েকজন সদস্যের দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল। সেই ঘটনার জেরে এবছর ১৯ জুন এবং ২৪ জুলাই লালগোলা থানাতে দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছিল হাজিকুলের পরিবারের তরফ থেকে। পরিবারের সদস্যদের হাতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালেও ভর্তি ছিলেন হাজিকুল। সম্প্রতি সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন। তারপরই আজ তাঁর উপর হামলা হয়। লালগোলার তৃণমূল বিধায়ক মহম্মদ আলী অভিযোগ করেন, ‘ হাজিকুলের উপর আগের হামলার ঘটনা নিয়ে তৃণমূল দলের পক্ষ থেকে অভিযোগ করার পরও লালগোলা থানার ওসি অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে উল্টে তৃণমূল কর্মীদের হয়রান করছিলেন। লালগোলা থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক এখানে কাউকে তৃণমূল কংগ্রেস করতে দিতে রাজি নন।’ বিধায়ক আরও বলেন, ‘আজ সন্ধে নাগাদ হাজিকুল যখন কিছু কাজ সেরে বাড়ির পথে ফিরছিলেন, সেই সময় ৭-৮ জন বাম কর্মী শীতেশনগর ঘাটের কাছে হাজিকুলকে ঘিরে হাসুয়া এবং অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাজিকুলের।’
Related Posts
আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি পুজো অনুদান প্রত্যাখ্যান উত্তরপাড়ার শক্তি সঙ্ঘ ক্লাবের
আরজি কর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় নানা স্তরে প্রতিবাদ চলছে। এ বার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোয় সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিল হুগলির একটি ক্লাব। সমাজমাধ্যমে অন্যদেরও অনুদান না-নিতে আবেদন জানাচ্ছে উত্তরপাড়ার শক্তি সঙ্ঘ। সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা প্রত্যাখ্যান করে তাদের বার্তা, ‘মেয়ের বিচার দিন, মায়ের পুজো নিজেরা বুঝে নেব।’ তৃণমূল […]
হাওড়া সালকিয়ার তাঁতিপাড়া বৃষ্টির মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত কলেজছাত্রী
বৃষ্টির মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক কলেজছাত্রীর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে সালকিয়ার তাঁতিপাড়া এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিস। রাত ৯টা নাগাদ সালকিয়া বাঁধাঘাট মোড়ের কাছে তাঁতিপাড়ায় পূরবী দাস নামে বছর বাইশের ওই তরুণী তাঁর বোনের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল। বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর বাবার দোকান। সেই দোকানের সামনে হঠাৎই বিদ্যুৎপৃষ্ট […]
হুগলির উত্তরপাড়ার বাবুঘাটের গঙ্গায় জল আনতে গিয়ে তলিয়ে গেল ৩ কিশোর
পুজোর জন্য গঙ্গায় জল নিতে এসে সলিল সমাধি দুই কিশোরের। তাদের বাঁচাতে গিয়ে আরও একজনের মৃত্যুর আশঙ্কা স্থানীয় মানুষদের। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া বাবুঘাটে। নিখোঁজ দুই কিশোর যীশু গাইন ও রণিত পাল। স্থানীয় সূত্রে খবর, ডানকুনির চণ্ডিমাতার পুজোর জন্য গঙ্গার জল নিতে উত্তরপাড়ায় এসেছিলেন অনেক ভক্ত। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ পুজো কমিটির কিছু সদস্য […]