বাঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের বাংলা যোগ ঘিরে শুপরু রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, মমতা বন্দ্য়োপাধ্যায়ের আমলে বাংলা জেহাদিদের স্বর্গ হয়ে উঠেছে। পালটা দিয়েছে তৃণমূলও। দুই মূলচক্রীকে ‘অধিকারী গড়’ হিসেবে পরিচিত কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে। যা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “কোথা থেকে ধরেছে? কাঁথি। সবাই জানে সেখানে কোন্ পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক।” একইসঙ্গে রাজ্য পুলিশের হয়েও ব্যাট ধরেন কুণাল। তাঁর কথায়, “NIA-কেও মানতে হল রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা। বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেপ্তার তারা করেছে, তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ। বাংলার পুলিশ দেশবিরোধী অশুভ শক্তিকে দমন করতে অবিচল এবং অন্য এজেন্সিকে সহযোগিতা করতেও প্রস্তুত, আবার প্রমাণিত।” রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের মাস্টার মাইন্ড আবদুল মাথিন ত্বহা ও তাঁর সঙ্গী মুসাভির হুসেন শাহজেব ছদ্মবেশে তদন্তকারীদের চোখে ধুলো দিচ্ছিল বলে অভিযোগ। প্রথমে তারা নিউ দিঘার একটি বেসরকারি হোটেলে আত্মগোপন করেছিল। যদিও হোটেলের তরফে সে কথা স্বীকার করা হয়নি। এই গ্রেফতারির পরই রাজ্য সরকারকে নিশানা করেছেন তৃণমূল।
Related Posts
‘ডিভিসির জলে প্লাবিত বাংলা’, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর
বৃষ্টি থামলেও, জল ছাড়া বন্ধ করেনি ডিভিসি। ঝাড়খণ্ড থেকে ছাড়া জলে প্লাবিত হতে শুরু করেছে হাওড়া, হুগলী এবং মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল। দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক। ফলে বুধবার সকাল থেকে একের পর এক প্লাবিত এলাকা ঘুরে দেখতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে নিশানা করে কেন জল ছাড়া হচ্ছে, তা নিয়ে ফের প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মমতা […]
ভূপতিনগরে গ্রেফতার হওয়া ২নেতাকে ছেড়ে দেওয়ার দাবিতে এনআইএ-র গাড়িতে হামলা চালালো গ্রামবাসীরা
সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার তিন মাসের মাথায় এবার রাজ্যে আক্রান্ত হল এনআইএ৷ এ দিন সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ-এর গাড়িতে হামলা চালায় গ্রামবাসীরা৷ গ্রেফতার হওয়া দুই তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়ার দাবিতে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় দুই এনআইএ আধিকারিক আহত হয়েছেন বলে খবর৷ অভিযোগ, মামলায় অভিযুক্ত ৮ জনকে […]
অধীর রঞ্জন চৌধুরী ইন্ডিয়া জোটের একটা বড় গদ্দার : মমতা
কেরালায় কুস্তি, বাংলায় দোস্তি। বুধবার বহরমপুরে দাঁড়িয়ে রাজ্যে বাম-কংগ্রেস জোটকে বিঁধে একথা বলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস-বাম জোট প্রার্থী কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী এবং পাশের কেন্দ্র মুর্শিদাবাদে দাঁড়িয়েছেন বাম-কংগ্রেস জোট প্রার্থী সিপিএমের মহম্মদ সেলিম। আবার কেরালায় বাম ও কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। অধীরকে প্রথমে ” গদ্দার” বলে […]