ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বসিরহাট ৷ শুক্রবার রাতে ভরা বাজারে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী । ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত অভিযুক্ত ৷ খবর সামনে আসতেই অভিযুক্তের বসিরহাটের বাড়ি ও দোকানে হামলার অভিযোগ ৷ সূত্রে খবর, আলতাফ মালি নামে ওই তৃণমূল কর্মীকে খুব কাছ থেকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। পালানোর সময় বোমা ভর্তি একটি ব্যাগ-ও ফেলে রেখে যায় তারা । ঘটনাটি ঘটে শুক্রবার রাতে বসিরহাটের পিফা বাজারে । খবর পেয়ে পুলিশ এসে বোমা ভর্তি ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায় ৷ সেইসঙ্গে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খুঁজে বের করার জন্য শুরু হয় তল্লাশি ৷ এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয় ৷ অবশেষে সেই প্রক্রিয়ায় অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ ৷
Related Posts
পুরুলিয়ায় বিয়েবাড়ি থেকে ফেরার পথেই টোটোয় ধাক্কা বেপরোয়া লরির, মৃত ৫
টোটোয় ধাক্কা বেপরোয়া লরির৷ পুরুলিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হলেন ৫ জন৷ আহত আরও ১১৷ এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে তুমুল উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার নিতুরিয়া থানা এলাকায়৷ স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত দশটা নাগাদ একটি বিয়ে বাড়ি থেকে টোটো চেপে ফিরছিলেন কয়েকজন৷ সেই সময় পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপরে ভামুরিয়া মোড়ের কাছে একটি […]
‘আমিই অ্যান্টি কলিশন ডিভাইস করেছিলাম, তারপর আর কাজ হয়নি’, ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে বললেন মমতা, দেখা করলেন আহতদের সঙ্গে
যখন কেউ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবর জানতে পারেনি, তখন সেই ঘটনার কথা জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার সন্ধ্যায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের এই কথা জানান তিনি ৷ ট্রেন দুর্ঘটনায় আহত প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেছেন, জানান মুখ্যমন্ত্রী ৷ এদিন তিনি বলেন, “আমি সকাল ৯টার সময় এই দুর্ঘটনার […]
চোপড়ায় যুগলকে সালিশিসভায় বেধড়ক মারধর ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা জেসিবি
উত্তর দিনাজপুরের চোপড়ায় এক যুবক ও যুবতীকে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা জেসিবিকে আটক করল পুলিশ। এলাকার এক যুগলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে বসানো হয় সালিশি সভা। সেই সভায় ওই যুগলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। তার পরই ওই যুগলকে মাটি ফেলে লাঠি দিয়ে নির্মম ভাবে মারধর করে জেসিবি ওরফে তাজেমুল। […]