প্রতিবাদের কারণে তিনমাস আগে সাসপেন্ড করা হয়েছিল ৷ কাজে যোগ দেওয়ার পরও তা কেড়ে নিত হেয়ার ড্রেসার গিল্ড এবং ফেডারেশন ৷ অবশেষে হতাশায় আত্মহত্যার পথ বেছে নেন কেশসজ্জা শিল্পী তনুশ্রী দাস ৷ শনিবার হোয়াটস্ অ্য়াপে সাধারণ সদস্যদের গ্রুপে পুরো বিষয়টি জানিয়ে একটি ভয়েস ম্যাসেজ করেন তনুশ্রী ৷ একটা চিঠিও লেখেন তিনি ৷ এরপর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ৷ শেষ মুহূর্তে মেয়ে এসে বাঁচায় তাঁকে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে বাঙুর হাসপাতালে চিকিৎসা চলছে এই কেশসজ্জা শিল্পীর ৷ বাড়িতে অসুস্থ স্বামী ৷ মেয়ে পড়াশোনা করছে ৷ বাড়ির লোন চলছে ৷ এই অবস্থায় তাঁকে 3 মাসের জন্য বরখাস্ত করা হয় ৷ তবে নির্দিষ্ট সময়ের পর কাজের অনুমতি পান তনুশ্রী ৷ যদিও বেশ কিছু শর্ত দেওয়া হয় তাঁকে ৷ নির্দেশ দেওয়া হয়, বাইরের কোনও কাজে যোগ দিতে পারবেন না তিনি ৷ সমস্ত শর্ত মেনে নেন তনুশ্রী ৷ কিন্তু, তারপরও একের পর এক কাজ কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ ৷ তনুশ্রীর অভিযোগ, রবিবার মৈনাক ভৌমিকের আগামী ছবির লুক সেট ছিল । তিনি সেই কাজটি হাতে পেয়েছিলেন । শনিবার প্রোডাকশন ম্যানেজার ফোন করে তাঁকে জানান, গিল্ড থেকে ফোনে বলা হয়েছে তাঁকে যেন কাজটি না দেওয়া হয় । এরপর তিনি যোগাযোগ করেন ফেডারেশন সম্পাদকের সঙ্গে । তিনিও একই কথা জানান ৷ কাজ হারিয়ে হতাশায় ডুবে যান তনুশ্রী । সেই হতাশা থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন টলিপাড়ার এই কেশসজ্জা শিল্পী ৷ তাঁর বক্তব্য, মাত্র একটা শিফটে কাজ করে তাঁর পক্ষে সংসার চালানো অসম্ভব।
Related Posts
শেষ হল আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজের শুটিং, ছেলের জন্য ১০০ কোটি বিনিয়োগ শাহরুখের
বাবা শাহরুখ খানের মত অভিনয় নয়, বরং পরিচালনায় উৎসাহ ছিল অনেক বেশি ছেলে আরিয়ান খানের। আর সেই আগ্রহ, ইচ্ছা থেকেই নিজের প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’এর শুটিং শেষ করেলেন শাহরুখ পুত্র। সিরিজের শেষ দিনের শুটিং সমাপ্ত করে নিজের টিমের সদস্যদের সঙ্গে চলল উদযাপন। শনিবার নিজের পরিচালনায় প্রথম সিরিজের কাজ শেষ করেছেন আরিয়ান। তাই কলাকুশলীদের নিয়ে বিশাল […]
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা মনোজ মিত্র, পরিস্থিতি সঙ্কটজনক
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা, নির্দেশক ও নাট্যকার মনোজ মিত্র। রবিবার সন্ধ্যের পর তাঁর শারীরিক অবস্থার খুবই অবনতি হয়। হৃদজনিত সমস্যায় ভুগছেন তিনি। ক্যালকাটা হার্ট সেন্টারে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টা না পেরোলে চিকিৎসকরা কোনও আশার আলো দেখাতে পাচ্ছেন না। গত কয়েক মাস আগেই এই প্রবীণ শিল্পীর পেসমেকার বসেছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরে […]
খুনের ১৪ বছর পর ন্যায় পেলেন অভিনেত্রী লায়লা খান
খুনের ১৪ বছর পর ন্যায় পেলেন অভিনেত্রী লায়লা খান। মায়ের তৃতীয় স্বামীর হাতে খুন হয়েছিলেন বলিউড অভিনেত্রী লায়লা খান। শুধু তিনি একাই নন, তাঁর পরিবারের আরও পাঁচ সদস্য একই সঙ্গে খুন হন। ১৪ বছর পর অভিযুক্ত পারভেজ তাককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে আচমকাই পরিবারের পাঁচ সদস্য সহ নিখোঁজ হন অভিনেত্রী। প্রায় এক […]