মঙ্গলে ‘নবান্ন’ অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ‘ছাত্র সমাজ’ নামক এক গোষ্ঠী। একই দিনে পড়েছে ইউজিসি নেট পরীক্ষা। এই আবহে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চলেছে নবান্ন চত্বর’কে। শুধু তাই নয়, যাতে কোনও পরীক্ষার্থীর পরীক্ষা সেন্টারে পৌঁছাতে দেরি না হয় তার পুরো বন্দোবস্ত করে রেখেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। এছাড়া কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক বিধিনিষেধ জারি করেছে কেপি। রবিবার কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে নোটিশ জারি করে জানানো হয়েছে, মঙ্গলবার (২৭ অগস্ট) কলকাতার একাধিক রাস্তায় ভোর ৪ টে থেকে রাত ১০ টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। শুধুমাত্র যে সব পণ্যবাহী গাড়ি এলপিজি গ্যাস সিলিন্ডার, অক্সিজেন, দুধ, ওষুধ, আনাজপাতি, ফলের মতো বিভিন্ন জরুরি এবং পচনশীল জিনিসপত্র বহন করবে, সেগুলিকে ছাড় দেওয়া হবে বলে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে। দেখে নিন কোন কোন রাস্তায় এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
Related Posts
রাজ্যজুড়ে ঘূর্নিঝড়ের তাণ্ডব, মুখ্যসচিবের থেকে ক্ষয়ক্ষতির রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী
ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? মুখ্যসচিবের থেকে তার রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘রিমল’-এর জন্য এখনও পর্যন্ত কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টি নিয়ে এদিন বিস্তারিত রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিবের থেকে। এদিকে ঘূর্ণিঝড় ‘রিমল’-এ এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। কলকাতায, দক্ষিণ ২৪ পরগনা সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ৫ জনের […]
নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে বুধবার রাজ্যে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘট ডাকল বঙ্গ বিজেপি
ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে বুধবার রাজ্যে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘট ডাকল বিজেপি। মঙ্গলবার বিকেলে দলের সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে ধর্মঘট আহ্বান করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সুকান্তবাবু বলেন, ‘শান্তিপূর্ণ ছাত্রদের মিছিলের ওপরে কেন পুলিশ লাঠি চালাল? কেন কাঁদানে গ্যাস ছুড়ল? এমনকী মহিলা, বয়স্করাও ছাড় পায়নি। সকাল ৬টা থেকে […]
‘বাংলা-বিরোধী’ চক্র ! Republic, ABP, TV9 – এই ৩ নিউজ চ্যানেলকে বয়কট তৃণমূলের, অনুষ্ঠানে যাবেন না কোনও মুখপাত্র
তৃণমূল কংগ্রেস জানাল, তিন প্রথমসারির নিউজ চ্যানেলকে বয়কট করছে তারা ৷ রবিবার সন্ধেয় বিবৃতি দিয়ে তৃণমূল জানিয়ে দিল, ওই তিন নিউজ চ্যানেলে আর প্রতিনিধি পাঠাবে না দল ৷ শাসক শিবিরের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘অবিরাম বাংলা বিরোধী সংবাদ প্রচারের কারণে কিছু নির্দিষ্ট বেসরকারি গণমাধ্যম (Republic, ABP, TV9) মুখপাত্রদের না-পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ দিল্লির […]