প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, ব্যাহত বর্ধমান-হাওড়া শাখায় ট্রেন চলাচল

ভেঙে পড়ল ডাউন পাণ্ডুয়া হাওড়া লোকালের প্যান্টোগ্রাফ। সোমবার দুপুর দেড়টা নাগাদ জয়পুর রেল গেট সংলগ্ন এলাকায় হঠাৎই পাণ্ডুয়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। দাঁড়িয়ে পড়ে ট্রেন। বন্ধ হয়ে যায় বর্ধমান হাওড়া ডাউন লাইনে ট্রেন চলাচল। রেল ক্রসিংয়ের ওপর ট্রেন দাঁড়িয়ে পড়ায় রিভার্স লাইন দিয়েও ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। শুধুমাত্র বর্ধমানের দিকে যাওয়ার আপ লাইন চালু ছিল। প্রচণ্ড গরমে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। ক্রসিংয়ের মুখে ঘটনাটি ঘটায় আটকে পড়ে গাড়িও। তীব্র যানজটের সৃষ্টি হয়। ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা। রেলের তরফে শুরু হয় প্যান্টোগ্রাফ মেরামতের কাজ। প্রায় দেড় ঘণ্টা পর বিকল ট্রেনটিকে পাণ্ডুয়া ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। দাঁড়িয়ে থাকা রাধিকাপুর একপ্রেসকে ডাউন লাইন দিয়ে হাওড়ার দিকে পাঠানো হয়। ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ডাউন লাইনে।

error: Content is protected !!