শুক্রবার থেকেই শিয়ালদার ১ থাকে ৫ নম্বর প্ল্যাটফম বন্ধ। যার জেরে এক প্রকার আংশিক বন্ধ আছে রেল পরিষেবা। শিয়ালদা উত্তর এবং মেন শাখায় এখনও স্বাভাবিক হয়নি ট্রেন পরিষেবা। রবিবার এমনিতেই কম সংখ্যক ট্রেন চলাচল করে। তার মধ্যেও আজ বাতিল কিছু ট্রেন। কয়েকটি রুটে ট্রেন এক ঘণ্টা দেরিতে চলছে। এর জেরেই সকাল থেকে বিক্ষোভ দেখান যাত্রীরা। যদিও রবিবার সকালে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগে শিয়ালদহে প্লাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। আজ দুপুর ২টোর পর ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে। সোমবার থেকে আর সমস্যা থাকবে না। আজ দুপুর পর্যন্ত বন্ধ থাকবে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। উল্লেখ্য, শিয়ালদহ স্টেশনে পাঁচটি প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য শুক্রবার থেকে মেন ও উত্তর শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়। শনিবার রাতে একগুচ্ছ ট্রেন বাতিল হওয়ায় প্ল্যাটফর্মেই রাত কাটান অগণিত মানুষ। যাত্রীদের সুবিধার্থে জোরকদমে কাজ করছেন কর্মীরা। আর কিছুক্ষণেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই আশাবাদী রেল।
Related Posts
কর্মবিরতির চলছে ২৮ দিন ধরে, বাতিল ৬ হাজার ৫০০ সার্জারি, চিকিৎসা থেকে বঞ্চিত প্রায় ৬ লক্ষ মানুষ
সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির জেরে ৯ থেকে ২৩ আগস্ট পর্যন্ত প্রথম ১৫ দিনে রাজ্যের প্রায় ৬ লক্ষ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। ৫ তারিখ ২৮ দিনে পড়েছে কর্মবিরতি। বাতিল হওয়া বা পিছিয়ে যাওয়া অপারেশনের সংখ্যা এখন প্রায় সাড়ে ৬ হাজার। পিজি হাসপাতালে ১-৮ আগস্ট পর্যন্ত সব বিভাগ মিলিয়ে ৯১০টি বড় অপারেশন হয়েছিল। সেখানে […]
‘বডি এবার পড়বেই’! নবান্ন অভিযান নিয়ে চক্রান্ত, গোপন কথোপকথনের ভিডিও ফাঁস
সোমবার সকালে এক সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, তাঁদের হাতে এসেছে দু’টি গোপন ভিডিয়ো। যেখানে দাবি করা হচ্ছে, মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে অশান্তির চক্রান্ত করা হচ্ছে। এর পরে কুণাল ওই ভিডিও দু’টি প্রকাশ করেন। ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বঙ্গ নিউজ। প্রথম ভিডিয়োয় পর্দায় দেখা যাচ্ছে এক যুবককে। আলো-আঁধারি […]
কলকাতায় পথচলা শুরু লেডিস স্পেশ্যাল বাসের
মহিলাদের জন্য রয়েছে বিশেষ ট্রেন ‘লেডিস স্পেশ্যাল’। এছাড়া রাজ্যে মহিলাদের জন্য বেশকিছু সরকারি প্রকল্পও রয়েছে, যার অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। আর এবার মহিলাদের জন্য আরও এক উদ্যোগ রাজ্য সরকারের। মঙ্গলবারই চালু হচ্ছে ‘লেডিস স্পেশ্যাল’ বাস। এর ফলে অফিস যাতায়াত বা অন্যান্য প্রয়োজনে গন্তব্যে পৌঁছতে মহিলাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। মহিলাদের জন্য লেডিস স্পেশ্যাল বাস চালানোর […]