ছত্তিশগড়ের রায়গড়ে আদিবাসী মহিলাকে গণধর্ষণের উত্তাল গোটা এলাকা। ঘটনার জেরে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ছজনকে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে রাখির একটি মেলা চলছিল। সেখানেই এই ঘটনা ঘটে। অভিযোগকারী মহিলা জানিয়েছে মেলায় আটজন ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তারা তাঁকে তুলে ৯-১০ মিলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ঘটনাটি ঘটে ১২ অগাস্ট। অভিযুক্তরা তাঁকে একটি পুকুরের ধারে নিয়ে গিয়ে টানা ৫ ঘন্টা ধরে গণধর্ষণ করে বলেও অভিযোগ করেন ওই মহিলা। ঘটনার পর কোনওরকমে ওই মহিলা বাড়িতে পৌঁছন এবং তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপরই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৬জনকে গ্রেপ্তার করেছে। আরও অভিযুক্ত খোঁজে জারি তল্লাশি। পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, একটি গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। এলাকার একটি মেলায় গিয়ে ধর্ষণের এই ঘটনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ইতিমধ্যেই ছজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুসারে মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। বাকি দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন।
Related Posts
গভীর রাতে রাজস্থান ও বিহারের রাজ্যে সভাপতি পালটে দিল বিজেপি
গভীর রাতে একাধিক রাজ্যে নয়া সভাপতি নিয়োগ করল বিজেপি। রাতের দিকে বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে সিপি জোশীর পরিবর্তে রাজ্যসভার সাংসদ মদন রাঠোরকে রাজস্থানের বিজেপি সভাপতি করা হচ্ছে। অন্যদিকে, নীতীশ কুমার সরকারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর জায়গায় দিলীপ জয়সওয়ালকে বিহারের রাজ্য সভাপতি পদে বসানো হয়েছে। সেইসঙ্গে অসম, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, রাজস্থান, তামিনাড়ু এবং ত্রিপুরায় […]
‘জনতা এখন INDIA জোটের পক্ষে’, উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া রাহুলের
৭টি রাজ্যের ১৩টি আসনের মধ্যে ১০টিতে জিতেছে ইন্ডিয়া জোট। এই বড়সড় জয়ের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন রাহুল গান্ধী। শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘সাত রাজ্যের বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রমাণ করছে, ভয় এবং বিভ্রান্তির যে পরিবেশ BJP তৈরি করেছিল, মানুষ তা চূর্ণ করে দিয়েছে।’ রাহুল গান্ধী আরও বলেন, ‘কৃষক, শ্রমিক, যুবক থেকে […]
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদ ভেঙে পড়ে একজনের মৃত্যু, আহত ৫
আজ সকালে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে বিপর্যয় ঘটে। বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদ পড়ে যাওয়ার ঘটনায় মৃত্যু হয় ১ জনের। সেই দুর্ঘটনায় আহত হন আরও ৫ জন। তবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে দাবি করেন, দুঘটনায় মৃত্যু হয়েছিল তিনজনের। পাশাপাশি তিনি এই দুর্ঘটনার জন্যে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করেছিলেন। অভিযোগ ওঠে, ভোটের আগে ঠিকঠাক ভাবে কাজ […]