চতুর্থ দফার ভোটের আগের রাতে রক্তাক্ত কেতুগ্রামে। বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রামে এক তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় সোমবার সকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার রয়েছে। কেতুগ্রামের তৃণমূল কর্মী মিন্টু শেখকে খুনের ঘটনায় বাম কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পরিবারের তরফে ১০ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। যার মধ্যে মাত্র ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা অধরা। পুলিশের প্রাথমিক রিপোর্ট পৌঁছেছে কমিশনের কাছে। উল্লেখ্য, রবিবার রাতে চেঁচুড়ি গ্রামে এক বন্ধুর সঙ্গে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন মিন্টু। মাঝ পথে দুষ্কৃতীরা তাঁদের বাইক আটকায়। এরপর ধারাল অস্ত্র দিয়ে মিন্টুকে কুপিয়ে খুন করে। তারপর তাঁকে লক্ষ্য করে তিনটি বোমা ছোঁড়া হয়।
Related Posts
‘BSFএর গুলি খাব, তবু ফেরত যাব না’, প্রাণ বাঁচাতে সীমান্ত দিয়ে ভারতে আসার চেষ্টা ৬০০ বাংলাদেশী নাগরিকের
নৈরাজ্যের বাংলাদেশে হিন্দু বিরোধী হিংসার মধ্যে প্রাণ বাঁচাতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলেন কয়েক ৬০০ শরণার্থী। বিএসএফ তাদের ভারত ভূখণ্ডে ঢুকতে বারণ করে। তার পর সেখানেই অবস্থানে বসে পড়েন শরণার্থীরা। কোনও পরিস্থিতিতেই তাঁরা আর বাংলাদেশে ফিরে যাবেন না বলে জানিয়ে দেন। এমনকী ভারতে ঢুকে তারা বিএসএফের গুলি খেতে তৈরি বলেও মন্তব্য করেন। তাঁদের অভিযোগ, তাঁদের বাড়িঘর ভেঙে […]
‘মমতা দাঙ্গাবাজ, দাঙ্গা করিয়ে আমাকে হারানো হয়েছে’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী
“মমতা দাঙ্গাবাজ। দাঙ্গা করে আমাকে হারানো হয়েছে। রামনবমী পর্যন্ত সব ঠিক ছিল। তারপর দাঙ্গা করিয়ে ভোটের মেরুকরণ করানো হয়েছে। তথ্য দিয়ে প্রমাণ দেব। দাঙ্গার কথা প্রকাশ্যে বলা বিধায়ক নিজেই স্বীকার করেছেন যে তিনি ৪ বার মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন।” বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী। একইসঙ্গে, মমতাকে অধীরের চ্যালেঞ্জ, “সাহস থাকলে অস্বীকার করুন।” পাশাপাশি এদিন অধীর রঞ্জন চৌধুরী […]
ক্যানিংয়ে সন্ধান মিলল সন্দীপ ঘোষের নয়া বাংলোর
ক্যানিংয়ে মিলল সন্দীপ ঘোষের বাংলোর সন্ধান। ক্যানিং ২ নম্বর ব্লকের ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর মৌজায় কয়েকশো বিঘা জমির মধ্যে দাঁড়িয়ে রয়েছে সবুজরঙা দোতলা একটি বাংলো। বাংলোর গায়ে লেখা রয়েছে ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’। লম্বা পাঁচিল দিয়ে ঘেরা সন্দীপের বাংলো। স্থানীয়দের দাবি, এই বাংলোতে একাধিকবার সন্দীপ ঘোষকে আসা যাওয়া করতে দেখা গিয়েছে। সন্দীপের স্ত্রীর নাম সঙ্গীতা ঘোষ। স্থানীয়দের বক্তব্য, […]