দুই সন্তানকে খুন করে আত্মঘাতী বাবা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার স্ত্রী। নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে নয়া দিল্লির শশী গার্ডেনে। পুলিশ সূত্রে খবর, শনিবার আবাসনের প্রতিবেশীরাই প্রথমে খবর দেন। একটি ঘর থেকে দুর্গন্ধ বের হতেই থানায় খবর দেন তাঁরা। শুক্রবার থেকে সেটি বন্ধ ছিল। শনিবার ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। একটি ঘর থেকে ৯ ও ১৫ বছরের দুই ভাইবোনের মৃতদেহ উদ্ধার করে। অন্য একটি ঘর থেকে দুই সন্তানের মাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী। প্রতিবেশীরা জানিয়েছেন, শুক্রবার থেকে গৃহকর্তা নিখোঁজ ছিলেন। তাঁর খোঁজ শুরু করে পুলিশ। শনিবার রাতে আনন্দ বিহারের কাছে রেললাইনের উপর থেকে তাঁর মৃতদেহ পাওয়া যায়। পুলিশের অনুমান, দুই সন্তানকে শ্বাসরোধ করে খুনের পর, স্ত্রীকেও মারতে চেয়েছিলেন যুবক। এরপর পালিয়ে গিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
Related Posts
বিহারে খুন প্রাক্তন মন্ত্রীর বাবা, বাড়ি থেকে উদ্ধার দেহ
প্রাক্তন মন্ত্রী ও বিকাশশীল ইনসান পার্টির সভাপতি মুকেশ সাহনির বাবাকে নৃশংসভাবে খুনের অভিযোগ । তাঁর নিজের বাড়ি থেকেই মিলল দেহ ৷ সেটি বিকৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে বিহারের দারভাঙায় । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ এসডিপিও মণীশ চন্দ্র চৌধুরী-সহ বিরাউল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন । সূত্রের খবর, […]
রোড-শো চলাকালীন ঢিল, কপাল ফাটল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির
লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে আক্রান্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। শনিবার বিজয়ওয়াড়ায় প্রচারে বেরিয়েছিলেন ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধান। ‘মেমান্থা সিদ্ধম’ ব়্যালি চলাকালীন বাসের উপর দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। আচমকা তাঁকে লক্ষ্য করে ঢিল ছুড়ে মারে কেউ। সেটি লাগে তাঁর বাঁ চোখের উপরের ভ্রুর ঠিক কাছে। রক্ত ঝরতেই বাসের মধ্যে দ্রুত তাঁর চিকিৎসা করেন চিকিৎসকরা। কিছুক্ষণের মধ্যেই […]
ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে মিডিয়ার কণ্ঠরোধ, গুয়াহাটি IIT ক্যাম্পাসে সাংবাদিকদের খবর সংগ্রহ করায় নিষেধাজ্ঞা জারি
সোমবার ২১ বছরের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল আইআইটি গুয়াহাটি ক্যাম্পাসে। তার পর থেকেই উত্তাল সেই প্রতিষ্ঠান। গত তিন ধরেই সেখানে পঠনপাঠন বন্ধ। পড়ুয়াদের দাবি, তাঁদের সহপাঠী মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন। তা ছাড়া ওঁকে এফএ অর্থাৎ ফেলড অ্যাটেন্ড্যান্স দেওয়া হয়েছিল, সেটা নিয়েও উনি ভয় পেতেন যে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।ফলে প্রবল চাপে তিনি হয়তো […]