জম্মু-কাশ্মীরের ডোডায় ২০০ ফুট গভীর খাদে পড়ল বাস, মৃত ২, আহত ২৫

জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা। রাস্তা থেকে ছিটকে গিয়ে খাদে পড়ল যাত্রী বোঝাই বাস। অন্ততপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। জানা গিয়েছে, রাস্তা থেকে ছিটকে গিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে।প্রাথমিকভাবে স্থানীয়দের সহায়তায় শুরু হয় উদ্ধার কাজ। এরপর আসে উদ্ধারকারী দল। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটি ভালেসা থেকে ঠাথরি যাচ্ছিল।

error: Content is protected !!