পুনের পোর্শে দুর্ঘটনায় এবার গ্রেফতার হলেন সাসুন জেনারেল হাসপাতালের দুই চিকিৎসক। অভিযুক্ত ১৭ বছরের নাবালকের রক্তের নমুনা নিয়ে কারসাজির অভিযোগে তাঁদের দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার পুণের কল্যাণনগর এলাকায় দুই ইঞ্জিনিয়ারকে পিষে মারার অভিযোগ উঠেছে কিশোরের বিরুদ্ধে। সেই ঘটনার ১৫ ঘণ্টার মধ্যে কিশোরের জামিন নিয়ে তোলপাড় শুরু হয় মহারাষ্ট্রে। পুলিশ জানিয়েছে, ১৭ বছরের নাবালক পুনের একজন বিশিষ্ট রিয়েলটারের ছেলে। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল সে। ঘটনার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার করা হয়েছে চিকিৎসক অজয় তাওরে ও সাসুন হাসপাতালের চিকিৎসক শ্রী হরি হারনরকে। এর আগে ওই চিকিৎসকদের দেওয়া নাবালকের রক্ত পরীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, মদ্যপান করেনি সে। তবে একটি বারের সিসিটিভি ফুটেজে দেখেই পুলিশ নিশ্চিত হয়েছিল ওই রাতে বন্ধুদের সঙ্গে মদের পার্টিতে গিয়েছিল সে। বন্ধুবান্ধবদের সঙ্গে মদ্যপান করতেও দেখা গিয়েছিল তাকে। ৫ জুন পর্যন্ত রিমান্ড হোমে রয়েছে ্অভিযুক্ত নাবালক।
Related Posts
তপশিলি জাতির ‘সাব-ক্লাসিফিকেশন’ করতে পারে রাজ্য, সুপ্রিমকোর্টের যুগান্তকারী রায়
তপশিলি জাতি বা তপশিলি উপজাতির মধ্যেও শ্রেণিবিভাজন বা ‘সাব-ক্লাসিফিকেশন’ করতে পারে রাজ্যগুলি। আজ সুপ্রিম কোর্টে সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এমনই যুগান্তকারী রায় দিল। দেশে সামাজিক সমতা আনার পক্ষে এই রায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। আজ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ ৬-১ ব্যবধানে এই রায়ের পক্ষে মত দেন। […]
ঝাড়খণ্ডে কুয়ো খুঁড়তে গিয়ে মর্মান্তিক ঘটনা, মাটি চাপা পড়ে মৃত্যু ৪
মর্মান্তিক দুর্ঘটনা ঘটল ঝাড়খণ্ডে। মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্টের (এমজিএনআরইজিএ) অধীনে একটি কূপ খনন করার সময় ধসে পড়ল মাটি। তার নিচে চাপা পড়ে মৃত্যু হল ৪ শ্রমিকের। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লোহারদাগার সেনহা থানার অন্তর্গত ছিতারি আম্বা টলি গ্রামে। সেখানে সেচের জন্য কূপ খনন করা হচ্ছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম হল- আবু […]
প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদন খারিজ করে দিল ঝাড়খণ্ড হাইকোর্ট
প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদন খারিজ করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। ইডি-র গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে তাঁর আবেদন ঝাড়খণ্ড হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এ রিট আবেদনের ওপর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে হাইকোর্ট ২৮ ফেব্রুয়ারি রায় সংরক্ষণ করেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এস. বিচারপতি চন্দ্রশেখর ও বিচারপতি নবনীত কুমারের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। হেমন্ত সোরেনের পক্ষে যুক্তি […]