ফের অপহরণ করে গণধর্ষণের অভিযোগ। শুক্রবারেরই ঘটনা। প্রকাশ্যে এল এ দিন। কোচিং সেন্টার থেকে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধেবেলায় অসমের নগাঁওয়ে গণধর্ষণের শিকার হতে হয়েছিল বছর চোদ্দর এক কিশোরীকে। এর ২৪ ঘণ্টার মধ্যেই কর্নাটকের উদুপিতে বছর চব্বিশের এক তরুণীকে অপহরণ করে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তদের একজনের সঙ্গে ওই তরুণীর ইনস্টাগ্রামে পরিচয় ছিল বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, ওই ইনস্টা-ফ্রেন্ডই তরুণীকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছিল। তার পরিণতি যে এমন ভয়ঙ্কর হবে, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি ওই কিশোরী। সূত্রে খবর, উদুপির কারকলা গ্রামের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে মাসতিনেক আগে আলতাফ নামের এক যুবকের পরিচয় হয় ইনস্টাগ্রামে। ফোনে মোটামুটি রোজই কথা হতো দু’জনের। পুলিশের একটি সূত্রের দাবি, আলতাফ প্রথমে ওই তরুণীর কাজের জায়গায় যায়। তরুণী দেখা করতে এলে আলতাফ তাঁকে আচমকা গাড়িতে তুলে নেয় বলে অভিযোগ। কিছুক্ষণ পরে অভিযুক্ত রিচার্ড কার্ডোজা নামে আলতাফের এক বন্ধু সেখানে আসে। গাড়িতে করেই তারা ওই তরুণীকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে জোর করে বিয়ার খাওয়ায় বলে অভিযোগ। সেই বিয়ারে মাদক মেশানো ছিল বলেও পুলিশ প্রমাণ পেয়েছে বলে খবর। মাদক মেশানো পানীয় খাইয়ে তরুণীকে অচেতন করে ওই গাড়িরই ব্যাকসিটে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কিন্তু অভিযুক্তরা ধরা পড়ল কী ভাবে? অসমের কিশোরীকে অভিযুক্তেরা গণধর্ষণের পরে রাস্তার পাশে ফেলে দিয়ে পালায়। কর্নাটকের এই ঘটনায় অবশ্য অভিযুক্তরা তরুণীকে তাঁর এলাকায় পৌঁছে দিতে যাচ্ছিল। রাস্তায় কয়েক জনের সন্দেহ হওয়ায় তাঁরা গাড়িটিকে আটকান এবং তরুণীকে উদ্ধার করেন। বিপদ বুঝে তরুণীকে গাড়ি থেকে নামানো মাত্র গাড়ি নিয়ে পালায় আলতাফ-রিচার্ড। পুরো ঘটনার কথা পরিবারকে জানান ওই তরুণী। তাঁরা পুলিশের দ্বারস্থ হন এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশি দূর পালাতে না-পেরে শুক্রবার রাতের মধ্যেই ধরা পড়ে যায় আলতাফরা। পুলিশের দাবি, গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করে ম্যাজিস্ট্রেটের কাছে তা জমাও দেওয়া হয়েছে।
Related Posts
তেলেঙ্গানার রাসয়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত ৫
তেলেঙ্গানার রাসয়নিক কারখানায় বিস্ফোরণ ৷ বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল কমপক্ষে ৫ জনের। একটি সূত্রের দাবি আরও ৮-৯ জন কারখানার ভিতরেই আটকে রয়েছেন। স্বভাবতই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। জানা গিয়েছে, বিকেব ৫টা নাগাদ কারখানায় একটি বিস্ফোরণ হয়। তার জেরেই এত মানুষের প্রাণ গিয়েছে। মৃত শ্রমিকদের মধ্যে ৪ জনের বাড়ি বিহারে। পুলিশ […]
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় কেন্দ্রকেও যুক্ত করার অনুমতি দিল সুপ্রিমকোর্ট
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজভবনের মহিলা কর্মী। সেই মামলায় রাজ্যের উদ্দেশে নোটিস জারি করল শীর্ষ আদালত। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকেও মামলায় যুক্ত করার স্বাধীনতা দেওয়া হল মামলাকারীকে। শুক্রবার মামলাটি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ওঠে। মোট তিনটি নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। রাজ্যের […]
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিলেন রাজ্যপাল
মহীশূর আরবান ডেভেলপমেন্ট অথরিটি (MUDA)-র জমি বরাদ্দ সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগে এবার মামলার মুখোমুখি হতে চলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। জানা গিয়েছে, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত জমি কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আরটিআই কর্মী টিজে আব্রাহাম এবং স্নেহামাই কৃষ্ণের অভিযোগের ভিত্তিতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত MUDA জমি […]