বিপর্যস্ত ত্রিপুরায় মর্মান্তিক ঘটনা। দুর্গতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল দুই জওয়ানের। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন উত্তর পূর্ব ভারতের এই রাজ্য। ত্রিপুরার গ্রামের পর গ্রাম এখন জলের তলায়। দুর্যোগের কবলে পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। জানা গিয়েছে, বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ত্রিপুরা স্টেট রাইফেলসের দুই জওয়ান। বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ১১টি পৃথক দল বর্তমানে উদ্ধার এবং ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করছে। শুক্রবার তারা ১২৫ জনকে দুর্যোগ কবলিত এলাকা থেকে উদ্ধার করেছে। এ ছাড়াও ঘটনাস্থলে রয়েছে বায়ুসেনাও। শনিবার সকালে বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বিপর্যস্ত এলাকাগুলিতে হেলিকপ্টারে করে চার হাজার খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে। রাঙামাটি, যতনবাড়ি, উদয়পুর, পশ্চিম মালবাসা, শঙ্কর পলি ও সংলগ্ন এলাকাগুলিতেও ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ২৮ টন ত্রাণ সামগ্রী ত্রিপুরার বিভিন্ন বন্যা কবলিত এলাকাগুলিতে পৌঁছে দিয়েছে বায়ুসেনা। বন্যায় জওয়ানের প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবারই তিনি আকাশপথে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেছেন। পরিস্থিতি মোকাবিলায় শনিবার একটি সর্বদল বৈঠকও করেন তিনি।
Related Posts
দ্বিতীয়বার লোকসভার স্পিকার পদে ওম বিড়লা, বিরোধী দলনেতা রাহুল গান্ধি, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু
১৮ তম লোকসভার প্রথম অধিবেশনে সংসদের নিম্নকক্ষের স্পিকার হিসাবে নির্বাচিত হলেন বিজেপি সাংসদ ওম বিড়লা। এই নিয়ে দ্বিতীয়বার ওম বিড়লা লোকসভার স্পিকার পদের দায়িত্ব পেলেন। বুধবার ধ্বনি ভোটে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। ওম বিড়লা ২.০র যাত্রাকাল শুরু হতেই তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিরোধী দলনেতা রাহুল গান্ধি, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। […]
সেবি চেয়ারপার্সন মাধবী পুরী বুচকে ডাকতে পারে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমি(PAC), তোপ কংগ্রেসেরও
সেবি চেয়ারপার্সন মাধবী পুরী বুচের উপর চাপ আরও বাড়ছে। কংগ্রেস নেতা পবন খেরা শুক্রবার মাধবীর বিরুদ্ধে দুর্নীতি ও ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ এনেছেন। এদিকে সূত্রের খবর, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) সেবি চেয়ারপার্সনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখবে এবং তাঁকে চলতি মাসেই তলব করা হতে পারে। ২৯ অগস্ট পিএসি-র প্রথম বৈঠকে একাধিক সদস্য সেবি-র কাজকর্ম এবং […]
দেশের প্রধান বিচারপতির বাড়ির গণেশ পুজোয় প্রধানমন্ত্রী মোদি কেন? দেশজুড়ে গুঞ্জন, সরব বিরোধীরাও
বুধবার সন্ধে নাগাদ গণেশ পুজোর একটি ছবি দেখে নানা গুঞ্জন শুরু হয়েছিল, যা বৃহস্পতিবার দেশের রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়। তুমুল বিতর্কে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে দেশের আইনজীবী মহল। প্রশ্ন উঠছে, বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়েও। কী সেই ছবি? ধুতি-কুর্তা পরে গণেশ পুজোর আরতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই […]