কলকাতা থেকে ৫ জনের এক পর্যটক দল ভোররাতে শিলিগুড়ি পৌঁছন। কালবিলম্ব না করে শেষরাতেই গাড়ি ভাড়া করে সিকিমের উদ্দেশে রওনা হন। কিন্তু পথেই নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে গাড়িটি গড়িয়ে সোজা নদীতে গিয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই পর্যটক দলের একজন ও গাড়ির চালক মারা যান। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন। জানা গেছে, শনিবার ভোররাতেই গাড়িটি পর্যটক দলকে নিয়ে সিকিমের উদ্দেশে রওনা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, পর্যটকরা সকলেই কলকাতার। ১০ নম্বর জাতীয় সড়ক ধরেই তাঁরা যাচ্ছিলেন। সিকিমের সিংথামের কাছে সংখোলায় রানিখোলা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই রবীন্দ্রনাথ পাল (৭২) নামের এক পর্যটকের মৃত্যু হয়। বাঁচানো যায়নি গাড়ির চালককেও। যদিও চালকের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। নদীতে নেমে বাকি পর্যটকদের উদ্ধার করতে স্থানীয় মানুষ যেমন ঝাঁপিয়ে পড়ে, তেমনই সেখানে পুলিশ সাহসী ভূমিকার পরিচয় দেয়। পাহাড়ি নদী থেকে সমস্ত পর্যটকদের উদ্ধার করে ৪ পর্যটককে সিকিমের সিংথাম হাসপাতালে ভর্তি করানো হয়। যতদূর জানা গেছে, সেই পর্যটকদলে চার বছরের এক শিশুও রয়েছে। সাতসকালে এতবড় ঘটনায় সংখোলার সর্বত্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Related Posts
খড়দহ স্টেশনে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা
বিশাল দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল খড়দহ স্টেশন পারাপার করা দু’টি প্রাইভেট গাড়ি। রবিবার প্রায় ৮:৪০ নাগাদ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস খড়দহের কাছে আসছিল। চার নম্বর রেললাইন দিয়ে যাচ্ছিল হাজারিদুয়ার এক্সপ্রেস। গেট পড়ার পরে সিগন্যাল পেয়ে এগিয়ে যেতে শুরু করে। গেটম্যান সময়মতো লেভেল ক্রসিং গেট বন্ধ করে দিচ্ছিল। সেই সময় আরপিএফ দু’টি গাড়িকে গেটের […]
দেরিতে ট্রেন চলায় নিত্যযাত্রীদের অবরোধ, শিয়ালদা দক্ষিণ শাখায় আপ ও ডাউনে বন্ধ ট্রেন চলাচল
নিত্যযাত্রীদের রেল অবরোধে রবিবার সকাল থেকে ট্রেন চলাচল বিপর্যস্ত শিয়ালদা দক্ষিণ শাখায় ৷ সকাল থেকে সুভাষগ্রাম স্টেশনে চলছে অবরোধ ৷ তার জেরে আপ ও ডাউন লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল ৷ শিয়ালদা দক্ষিণ শাখায় বেশ কয়েক মাস ধরে অনিয়মিত রয়েছে ট্রেন পরিষেবা ৷ সঠিক সময়ে ট্রেন চলাচল করছে না ৷ এই অভিযোগে একাধিকবার রেল অবরোধ […]
২৮ ঘড়া গঙ্গা জল ও দেড় মণ দুধে জগন্নাথ দেবের স্নানযাত্রা মাহেশে
স্নানযাত্রা হল মাহেশের জগন্নাথ দেবের। প্রতি বছরই মহা সমারোহে এই স্নানযাত্রা চলে৷ আর এবার মোক্ষযোগ৷ সেই কারণে, আরও উচ্ছ্বাস, ব্যস্ততা ভক্তদের মধ্যে। সাত সকালেই প্রচুর মানুষ ভিড় করেছিলেন মাহেশে। মোক্ষ যোগে জগন্নাথ দেবের স্নানযাত্রা। সেই কারণে আয়োজনও ছিল ঘটা করে। ২৮ ঘড়া গঙ্গা জল আনা হয় জগন্নাথ দেবের জন্য৷ এছাড়াও দেড় মন দুধ। দুধ আর […]