পদক জিততে পারেননি ঠিকই, কিন্তু গত মাসে অংশ নিয়েছিলেন প্য়ারিস অলিম্পিক্সের ম্যারাথনে ৷ মাস ঘুরতে না-ঘুরতেই সব শেষ ৷ উগান্ডার মহিলা দৌড়বিদ রেবেকা চেপতেগেইকে পুড়িয়ে মারল তাঁর সঙ্গী ৷ মাত্র ৩৩ বছরে মৃত্যু হল উগান্ডার ম্য়ারাথন রানারের ৷ বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রেবেকার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে সঙ্গীর আক্রমণে শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল অলিম্পিয়ানের ৷ প্য়ারিসে সদ্য সমাপ্ত অলিম্পিক্সে মহিলাদের ম্য়ারাথনে অংশ নিয়েছিলেন রেবেকা, যেখান ৪৪তম স্থানে শেষ করেছিলেন তিনি ৷ জমি নিয়ে বচসার জেরেই এই মৃত্যু বলে জানা গিয়েছে পুলিশের তরফে ৷ পুলিশ জানিয়েছে, গত সোমবার ঝগড়ার পর রেবেকার সঙ্গী ডিকসন এন্ডিমা গ্য়াসোলিন ঢেলে দেন অ্যাথলিটের গায়ে ৷ ঘটনায় দু’জনেই আহত হয় ৷ রেবেকার মৃত্যু হলেও আইসিইউ’তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাঁর সঙ্গী ৷ এন্ডিমার শরীরেরও ৩০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ তবে সে সুস্থ হচ্ছে বলে জানানো হয়েছে ৷ অ্য়াথলিটের পরিবারের তরফে জানানো হয়েছে, ট্রেনিং সেন্টারের নিকটে ট্রান্স এনজোইয়া অঞ্চলে একটি জমি কিনেছিলেন রেবেকা এবং সেখানে বাড়িও তৈরি করেছিলেন ৷ সেই জমি নিয়েই সঙ্গীর সঙ্গে তাঁর অশান্তি চলছিল ৷ যার পরিণতি হল ভয়ঙ্কর ৷ অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন রেবেকার বাবা-মা ৷
Related Posts
কোপা সেমিফাইনালে কলম্বিয়া সমর্থকদের সঙ্গে হাতাহাতি উরুগুয়ে ফুটবলারদের
খেলার মাঠে এ দৃশ্য বড় অশোভন। ফুটবলারদের উদ্দেশে গ্যালারি থেকে কটূক্তি, বিয়ারের ক্যান, কাপ ছোড়া! পালটা সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়া ফুটবলারদের। বৃহস্পতিবার কোপা আমেরিকার সেমিফাইনালে এই অশোভন দৃশ্যেরই সাক্ষী থাকল ফুটবল বিশ্ব।বৃহস্পতিবার কোপার টানটান সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হায়েছে কলম্বিয়া। চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিল ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। কিন্তু এদিন খানিক অঘটন ঘটিয়েই […]
৯ রানে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্স: ১৯২/৭ (সূর্যকুমার ৭৮, রোহিত ৩৬, হর্ষল প্যাটেল ৩১/৩)পঞ্জাব কিংস: ১৮৩/১০ (শশাঙ্ক ৪১, আশুতোষ ৬১, বুমরাহ ২১/৩)৯ রানে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের শেষ পর্যন্ত চলল টানটান লড়াই । কিন্তু ঘরের মাঠে পরাজিত হল পঞ্জাব কিংস। রীতিমতো কষ্ট করে ৯ রানে জয় পেল মুম্বই। লিগ তালিকায় বড়সড় বদল না এলেও প্লে অফের লড়াইয়ে বাড়তি অক্সিজেন […]
শেষ বলে হার কলকাতা নাইট রাইডার্সের, ২ উইকেটে জিতে শীর্ষে রাজস্থান রয়্যালস
সুনীল নারাইনের শতরান। ইডেনে ২২৩ রান করেও জিততে পারল না কেকেআর। জস বাটলার শেষ পর্যন্ত টিকে থেকে রাজস্থান রয়্যালসকে জিতিয়ে মাঠ ছাড়লেন। ব্যাটারেরা দাপট দেখালেও কেকেআরের বোলারেরা হতাশ করলেন। এই হারের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানেই থেকে থাকল কেকেআর। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। এই ম্যাচে রান পাননি আগের […]