‘এবার ১৮ থেকে বাড়িয়ে ৩০টির বেশি সিট করতে হবে’, বালুরঘাট থেকে টার্গেট দিলেন অমিত শাহ

 ভূপতিনগর প্রসঙ্গ থেকে শরণার্থী ইস্যু, নির্বাচনী প্রচারে এসে সমস্ত প্রসঙ্গই তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তবে এ দিন রাজ্যে বিজেপির জন্য আসন্ন লোকসভা নির্বাচনে আসনের টার্গেট স্থির করে দিলেন তিনি৷ বললেন, ‘২০১৯-এও এসেছিলাম। আপনারা আমাদের ১৮টি সিট দিয়েছিলেন তাতে মোদিজি ৩০০-এর বেশি সিটে জিতেছিলেন। এবার ১৮ থেকে বাড়িয়ে ৩০টির বেশি সিট করতে হবে এবং আমাদের ৩৭০ পেরোতে হবে।’ অমিত শাহ আরও বলেন, ‘স্নান করে পূজা দিয়ে ১৯ তারিখ পদ্ম ফুলে ভোট দিতে হবে। এই রাজ্যে এত দারিদ্র্যে মূল কারণ হল কমিউনিস্টরা এবং তৃণমূল কংগ্রেস। এখানের দই, তাঁতের শাড়ি, সিল্ককে প্রসিদ্ধ করতে হলে এখানেও মোদিজিকে আনতে হবে। তিনি আরও বলেন, ‘আমি আপনাকে মোদির গ্যারান্টি দিতে এসেছি ৩০টি সিটের বেশি সিট দিন৷ আমি আপনাদের কথা দিচ্ছি, একটি পাখিও অবৈধ অনুপ্রবেশ করার সাহস পাবে না। ভাই এবং বোনেরা বালুরঘাটে-এত মানুষ আছেন আপনারাই বলুন অযোধ্যায় রাম মন্দির হওয়া উচিত ছিল কিনা? মমতা দিদি, কংগ্রেস পার্টি, কমিউনিস্টরা মিলে রাম মন্দিরকে আটকাতে চেয়েছে। ১৭ তারিখ রাম নবমী আছে। ৫ বছরের মধ্যেই আমরা রাম মন্দিরের কাজ পুরো শেষ করেছি।’ ভূপতি নগর নিয়ে শাহ বলেন, ‘আজ আমি বলতে এসেছি ভূপতিনগরে বোমা বিস্ফোরণ হয়েছিল। ৩ জন মারা গিয়েছিল। আপনারা বলুন যাঁরা এই কাজ করে তাদের শাস্তি হওয়া উচিত কিনা। এই তদন্তভার হাইকোর্ট দিয়েছিল এনআইএ-কে। আর মুখ্যমন্ত্রী সেই এনআইএ-এর নামে এফআইএর-করে তাদের থামাতে চাইছে। আগে পশ্চিমবঙ্গে রবীন্দ্রসঙ্গীত শোনা যেত। এখন বোমা বন্দুকের আওয়াজ পাওয়া যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!