আলিগড়ের তালানগরী এলাকায় বলকামেশ্বর নামের একটি কারখানায় স্থাপিত চুল্লিতে লোহা গলানোর সময় বিস্ফোরণ ঘটে। এ সময় কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানায় আগুন ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়। আগুন লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। অর্ধশতাধিক মানুষ গুরুতর আহত বলে জানা গেছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের স্বজনরা খবর পেয়ে তারাও কারখানায় পৌঁছায়। নিহতদের একজনের ভাই জানান, লোহা গলানোর সময় কারখানায় আগুন লেগে যায়। পুরো কারখানায় বিশৃঙ্খলা দেখা দেয়। লাভা পড়ল কিছু মানুষের ওপর। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার ভাই মারা যায়। ধীরে ধীরে কারখানায় লাভা ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকায় আগুন বাড়তে থাকে। যার জেরে দগ্ধ হয়েছেন অন্যরাও। নিহতের ভাই জানান, একদিন আগেও কারখানায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। কিন্তু তা উপেক্ষা করেছে কারখানার অপারেটররা।
Related Posts
ফের অশান্ত বিজেপি শাসিত মণিপুর, চলল গুলি, নিহত মহিলা সহ ২ জন
ফের অশান্ত মণিপুর। রবিবার ইম্ফল ওয়েস্টের কৌতরুকে দুষ্কৃতীদের গুলিচালনায় প্রাণ গেল নাগাংবাম সুরবালা দেবী নামে ৩১ বছরের এক মহিলার। গুলিতে জখম দেবীর মেয়ে, বছর তিরিশের এক পুলিশ অফিসার এন রবার্ট-সহ মোট ৯ জন। রাতের দিকে আরও এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। ঘটনার সূত্রপাত রবিবার দুপুর আড়াইটে নাগাদ। মেইতেই অধ্যুষিত ইম্ফল ওয়েস্ট এবং কুকি অধ্যুষিত কাঙ্গপোকপির […]
কাকভোরে দিল্লিতে ৫ জন ঘুমন্ত ফুটপাতবাসীকে পিষে দিল বেপরোয়া ট্রাক
ফুটপাতের একপাশে ঘুমিয়েছিলেন কয়েকজন। কাকভোরে বুঝতেই পারেননি পরক্ষণেই ঘনিয়ে আসছে বিপদ। বেপরোয়া ট্রাক পিষে দিল পরপর পাঁচজন ঘুমন্ত ফুটপাতবাসীকে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন তিনজন। গুরুতর আহত বাকি দুইজন ভর্তি হাসপাতালে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী নগর এলাকায়। ট্রাকটি সিলেমপুর থেকে আয়রন ব্রিজের দিকে যাচ্ছিল। ওই […]
লোকসভা ভোটের মধ্যেই বড় ধাক্কা খেল বিজেপি! তিন নির্দলের কংগ্রেস-যোগে সঙ্কটে হরিয়ানার নায়েব সিং সরকার
লোকসভা নির্বাচনের মধ্যেই হরিয়ানায় বড়সড়় ধাক্কা খেল বিজেপি৷ হরিয়ানার বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন তিন নির্দল বিধায়ক৷ ফলে এই মুহূর্তে হরিয়ানার নায়েব সিং সাইনির সরকার সংখ্যগরিষ্ঠতা হারাল৷ ওই তিন নির্দল বিধায়কই জানিয়েছেন, তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন৷ এই পরিস্থিতিতে অবিলম্বে হরিয়ানার বিধানসভা ভেঙে দিয়ে ভোট করানোর দাবি তুলেছে কংগ্রেস৷ ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় […]