আর জি কর, উত্তরাখণ্ড, বদলাপুর, অসম। একের পর এক ধর্ষণ, যৌননিগ্রহের ঘটনায় দেশের নানা প্রান্তে জারি বিক্ষোভ। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের আম্বেদকর নগরে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল ৩জনের বিরুদ্ধে। পরে লজ্জায় আত্মহত্যা করে ওই নির্যাতিতা। এই ঘটনায় মারাত্মক নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে যোগীরাজ্যের পুলিসের বিরুদ্ধে। নির্যাতিতার বাবার দাবি, প্রথমে পুলিস গণধর্ষণের মামলাই দায়ের করতে চায়নি। মূল ঘটনা ১৭ অগাস্টের। অভিযোগ, তিন ব্যক্তি ওই মহিলাকে গ্রামের বাইরে নিয়ে যায় এবং গণধর্ষণ করে। তারপর একটি স্কুল সংলগ্ন এলাকায় তাকে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এক স্থানীয়র কাছ থেকে খবর পেয়ে মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন বাবা। তিনি জানিয়েছেন, ‘লজ্জায়-ঘৃণায় বাড়ি আসতে চাইছিল না মেয়ে। আমরা জিজ্ঞাসা করি ও অভিযোগ দায়ের করতে চায় কি না? পরে সে অভিযোগ দায়ের করে। কিন্তু ঘণ্টা খানেকের মধ্যেই নিজেকে শেষ করে দেয়। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে একদম খুশি নই। শুরুতে গণধর্ষণের কোনও মামলাই নিতে চায়নি তারা। কর্তব্যরত অফিসার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ধারায় একটি মামলা দায়ের করেছিলেন।’ খবরটি চাউর হতেই ওই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয়েছে। মূল ঘটনার তদন্তে নেমে তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
Related Posts
খড়গপুর আইআইটি-র দায়িত্বে মহিলা ডেপুটি ডিরেক্টর
ভারতের প্রাচীনতম প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি। খড়গপুর আইআইটি সুদীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম ডেপুটি ডিরেক্টর মতো গুরুত্বপূর্ণ পদে একজন মহিলার অভিষেক হতে চলেছে । আইআইটি খড়গপুরের নতুন ডেপুটি ডিরেক্টর হলেন রিন্টু বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু আইআইটি খড়গপুরেরই নন, সারা দেশে এমনকী বিশ্বের আইআইটিগুলির মধ্যে তিনিই প্রথম মহিলা যিনি এই ধরনের প্রতিষ্ঠানে ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব পেলেন। […]
গ্রেফতার সম্পূর্ণ অবৈধ, ‘নিউজ ক্লিক’ কর্ণধার প্রবীর পুরকায়স্থর জামিনের নির্দেশ সুপ্রিমকোর্টের
নিউজ ক্লিক সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীর পুরকায়স্থর গ্রেফতারিকের বেআইনি বলে উল্লেখ করে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত বছরের ৩ অক্টোবর চিনের হয়ে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে ইউএপিএ ধারায় গ্রেফতার করা হয় প্রবীরকে, এরপর থেকে তিনি তিহাড় জেলে বন্দী ছিলেন। একই সংস্থার এইচআর অমিত চক্রবর্তীকেও বন্দি করে পুলিশ। গত বছর নিউজক্লিকের দফতর ও প্রায় ত্রিশজন সাংবাদিকের বাড়িতে […]
হাওড়া-মুম্বই সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার জেরে একগুচ্ছ ট্রেন বাতিল
ফের রেল দুর্ঘটনা। মঙ্গলবার ভোররাতে ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে রাজখরসাওয়ান এবং বরাবাম্বুরের মধ্যবর্তী এলাকায় ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এক্সপ্রেস লাইনচ্যুত হয়। খেলনা গাড়ির মতো রেললাইনে ছিটকে পড়ে ট্রেনটির ১৮টি বগি। একটি মালগাড়ির সঙ্গে ধাক্কার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। এই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত […]