উত্তরপ্রদেশে গণধর্ষণের পর আত্মহত্যা, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

 আর জি কর, উত্তরাখণ্ড, বদলাপুর, অসম। একের পর এক ধর্ষণ, যৌননিগ্রহের ঘটনায় দেশের নানা প্রান্তে জারি বিক্ষোভ। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের আম্বেদকর নগরে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল ৩জনের বিরুদ্ধে। পরে লজ্জায় আত্মহত্যা করে ওই নির্যাতিতা। এই ঘটনায় মারাত্মক নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে যোগীরাজ্যের পুলিসের বিরুদ্ধে। নির্যাতিতার বাবার দাবি, প্রথমে পুলিস গণধর্ষণের মামলাই দায়ের করতে চায়নি। মূল ঘটনা ১৭ অগাস্টের। অভিযোগ, তিন ব্যক্তি ওই মহিলাকে গ্রামের বাইরে নিয়ে যায় এবং গণধর্ষণ করে। তারপর একটি স্কুল সংলগ্ন এলাকায় তাকে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এক স্থানীয়র কাছ থেকে খবর পেয়ে মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন বাবা। তিনি জানিয়েছেন, ‘লজ্জায়-ঘৃণায় বাড়ি আসতে চাইছিল না মেয়ে। আমরা জিজ্ঞাসা করি ও অভিযোগ দায়ের করতে চায় কি না? পরে সে অভিযোগ দায়ের করে। কিন্তু ঘণ্টা খানেকের মধ্যেই নিজেকে শেষ করে দেয়। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে একদম খুশি নই। শুরুতে গণধর্ষণের কোনও মামলাই নিতে চায়নি তারা। কর্তব্যরত অফিসার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ধারায় একটি মামলা দায়ের করেছিলেন।’ খবরটি চাউর হতেই ওই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয়েছে। মূল ঘটনার তদন্তে নেমে তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

error: Content is protected !!