গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা মনোজ মিত্র, পরিস্থিতি সঙ্কটজনক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা, নির্দেশক  ও নাট্যকার মনোজ মিত্র। রবিবার সন্ধ্যের পর  তাঁর শারীরিক অবস্থার খুবই অবনতি হয়। হৃদজনিত সমস্যায় ভুগছেন তিনি। ক্যালকাটা হার্ট সেন্টারে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টা না পেরোলে চিকিৎসকরা কোনও আশার আলো দেখাতে পাচ্ছেন না। গত কয়েক মাস আগেই এই প্রবীণ শিল্পীর পেসমেকার বসেছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরে একটি নতুন নাটক লেখা শুরুও করেছিলেন। ইচ্ছে ছিল, পুজোর পর নাটকটি মঞ্চস্থ হবে। কিন্তু ফের তাঁর শ্বাসকষ্ট শুরু হওয়ায় কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রবিবার সকাল থেকেই জটিলতা বাড়তে থাকে। এই খবর চাউর হতেই হাসপাতালে তাঁর অসংখ্য গুণমুগ্ধরা ভিড় করতে থাকেন। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে অনেক উদ্যোক্তারাই বেশ চিন্তায় পড়েছেন।

error: Content is protected !!