দেশের নতুন নৌবাহিনী প্রধান হতে চলেছেন ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের জায়গায় বসতে চলেছেন। ৩০ এপ্রিল অবসর গ্রহণ করবেন অ্যাডমিরাল আর হরি কুমার। ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, পিভিএসএম, এভিএসএম, এনএম, বর্তমানে নৌবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি, ১৫ মে, ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন, ১ জুলাই, ১৯৮৫-এ ভারতীয় নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি একজন যোগাযোগ এবং ইলেকট্রনিক যুদ্ধ বিশেষজ্ঞ হিসাবে স্বীকৃত। তিনি প্রায় ৩৯ বছর ধরে দীর্ঘ ও বিশিষ্ট সেবা দিয়েছেন। নৌবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।
Related Posts
দেশজুড়ে চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ
দেশজুড়ে শুরু হল ষষ্ঠ দফার ভোটগ্রহণ। শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে; যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরু হল সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৫৮টি কেন্দ্রে। এই দফার নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৮৮৯ জন। প্রত্যেক দফার মতো এই দফাতেও নজর থাকবে হেভিওয়েট প্রার্থীদের উপর। ষষ্ঠ দফার নির্বাচনে নজরকাড়া প্রার্থীদের মধ্যে […]
বেসরকারি চাকরিতেও ভূমিপুত্রদের ১০০% সংরক্ষণ! কর্ণাটক সরকারের নতুন বিল নিয়ে জল্পনা তুঙ্গে
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, কর্ণাটকের বেসরকারি সেক্টরে কিছু কিছু চাকরির ক্ষেত্রে কর্ণাটকের ভূমিপুত্রদের জন্য ১০০ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিল আনতে চলেছে তাঁর সরকার৷ সিদ্দারামাইয়া জানিয়েছেন, মন্ত্রিসভায় এই ১০০ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিল পাস হয়ে গিয়েছে৷ যদিও, এই বিলকে বিভাজনমূলক এবং প্রাচীনপন্থী বলে দেগে দিয়েছেন এক শ্রেণির চাকরিজীবীরা৷ আরেক দল বলছেন, এই বিল যেন কোনও ভাবেই […]
প্যাংগং সো লেকের উত্তর এবং দক্ষিণ তীরের মধ্যে ৪০০ মিটারের ব্রিজ চালু করল চিন, সব ধরা পড়ল মার্কিন সংস্থা স্যাটেলাইটে
প্যাংগং সো লেকের উত্তর এবং দক্ষিণ তীরের মধ্যে একটি ব্রিজ চালু করে ফেলল চিন। যে ব্রিজের কারণে সৈন্য এবং সরঞ্জাম পাঠানোর সময় একধাক্কায় অনেকটা কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চিন যে সেই ব্রিজটা তৈরি করে ফেলেছে, তা মার্কিন সংস্থা ব্ল্যাকস্কাইয়ের স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে। গত ৯ জুলাই সকাল, দুপুর এবং বিকেল-সন্ধ্যার দিকে ওই সংস্থার […]