নৌবাহিনী প্রধান হচ্ছেন দীনেশ কুমার ত্রিপাঠি

দেশের নতুন নৌবাহিনী প্রধান হতে চলেছেন ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের জায়গায় বসতে চলেছেন। ৩০ এপ্রিল অবসর গ্রহণ করবেন অ্যাডমিরাল আর হরি কুমার। ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, পিভিএসএম, এভিএসএম, এনএম, বর্তমানে নৌবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি, ১৫ মে, ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন, ১ জুলাই, ১৯৮৫-এ ভারতীয় নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি একজন যোগাযোগ এবং ইলেকট্রনিক যুদ্ধ বিশেষজ্ঞ হিসাবে স্বীকৃত। তিনি প্রায় ৩৯ বছর ধরে দীর্ঘ ও বিশিষ্ট সেবা দিয়েছেন। নৌবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।

error: Content is protected !!