বিধু বিনোদ চোপড়ার আগামী ছবির নাম ‘জিরো সে রিস্টার্ট’। ‘১২ ফেল’ বিধুকে ফের অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। ফলে, তাঁর পরের ছবি নিয়ে এখন থেকেই অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। তিনি জানিয়েছেন, ছবির বিষয়, ‘১২ ফেল’-এর নেপথ্য যাত্রা। কীভাবে ছবিটি তৈরি হয়েছে, কতটা ঝড় সামলে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে— সব। প্রযোজক-পরিচালকের দাবি, দর্শকের ভালবাসাই আগামী ছবি তৈরির অনুপ্রেরণা। তাঁরাই আগের ছবিটিকে সাফল্যের চুড়োয় পৌঁছে দিয়েছে। এই ছবিতেও কি বিক্রান্ত ম্যাসি থাকবেন? সে খবর এখনও জানা যায়নি।
Related Posts
পদ্মভূষণ পুরস্কার পেলেন মিঠুন চক্রবর্তী এবং উষা উত্থুপ
পদ্মভূষণ পুরস্কার পেলেন বাংলার জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং গায়িকা উষা উত্থুপ ৷ ২২ এপ্রিল সোমবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান পুরস্কার গ্রহণ করেন তারা৷ শিল্পকলার জন্য মিঠুন চক্রবর্তীকে এই পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে৷ পদ্মভূষণ পেয়ে আপ্লুত অভিনেতা মিঠুন চক্রবর্তী, তিনি জানান, আমি খুব খুশি৷ আমি আমার জীবনে কারোর কাছে […]
‘৩দিন ধরে বন্যার জলে ভাসছে ঘাটাল’! ছবির শ্যুটিংয়ে যিশু সঙ্গে ব্যস্ত তৃণমূল সাংসদ দেব
শুক্রবার খাদানের শ্যুটিং করলেন দেব। সেই ভিডিয়োও পাপারাজ্জি মারফত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এবার শীতে দেবের এই সিনেমা মুক্তি পেতে চলেছে। যা নিয়ে আলাদাই উত্তেজনা দর্শকদের। তবে যেখানে ঘাটালে বন্যায় ভাসছে সাধারণ মানুষ, সেখানে সেই এলাকার সাংসদের এভাবে শ্যুটিং করতে দেখে বেশ বিরক্ত সাধারণ মানুষ। ভিডিয়োতে দেখা গেল হলুদ শার্টে দেব। সঙ্গে কালো প্যান্ট। আর […]
কেরলে মালয়ালাম সিনেমার শুটিং-এ ব্যস্ত সানি লিওন
অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’-তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সানি লিওন। এবার তিনি কেরলে একটি মালয়ালম ছবির শুটিং করছেন৷ শুটিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে কলাকুশলীদের মধ্যে অভিনেত্রীকে দেখা যাচ্ছে। অভিনেত্রীকে একটি গোলাপী রঙের শার্ট ও ডেনিম শর্টসে দেখা যাচ্ছে। View this post on Instagram A post shared by Awesome TV (@awesomeitv)