ভারতের জাতীয় কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন বিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ কুস্তিগিররা। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন তাঁরা। সেই সময় কাটিয়ে এবার তিনি অলিম্পিক্সে নেমেছেন। যদিও অপ্রত্যাশিত ঘটনার জন্য তাঁর পদক পাওয়া হয়নি। এবার দেশে ফিরে তিনি ফের বিস্ফোরক ব্রিজভূষণ ইস্যুতে। কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে যেই মহিলা কুস্তিগিররা জবানবন্দী দেন, তাঁদের নিরাপত্তা দিয়েছিল দিল্লি পুলিশ। কারণ ছিল, বাহুবলি ব্রিজভূষণ সেই কুস্তিগিরদের যাতে কোনও ক্ষতি করতে না পারেন। এবার বিনেশ ও সাক্ষীর অভিযোগ, সেই মহিলা কুস্তিগিরদের দেওয়া নিরাপত্তা তুলে নিয়েছে দিল্লি পুলিশ। কুস্তিগিরদের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে লেখা হয়, ‘যারা ব্রিজভূষণের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, দিল্লি পুলিশ সেই মহিলা কুস্তিগিরদের নিরাপত্তা তুলে নিয়েছে।’ এই টুইটে ট্যাগ করা হয়েছে দিল্লি পুলিশ, দিল্লির মহিলা কমিশনার ও জাতীয় মহিলা কমিশনকে।
Related Posts
আজ দ্বিতীয় দফায় ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোট গ্রহণ চলছে
১৮ তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোটগ্রহণ চলছে। শেষ হবে সন্ধ্যা ৬টায়। ত্রিপুরায় সবচেয়ে বেশি ভোট পড়েছে ৩৬.৪২% এবং মহারাষ্ট্রে সর্বনিম্ন ১৮.৮৩%। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বাংলার দুটি লোকসভা আসনে বালুরঘাট এবং রায়গঞ্জে মহিলাদের ভোট দিতে বাধা দিচ্ছে। বালুরঘাটে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও তৃণমূল কর্মীদের […]
বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় যুবকের যৌনাঙ্গ ছুরি দিয়ে কেটে দিল প্রেমিকা
বিয়েতে রাজী না হওয়ায় প্রেমিকের যৌনাঙ্গ কেটে দিল প্রেমিকা। ঘটনাটি ঘটেছে বিহারের সরণ জেলায়। জানা গিয়েছে বেশ কয়েক বছর ধরেই উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরপর প্রেমিকা অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে প্রেমিককে সে বিবাহে জোর দেয়। তবে প্রেমিক বিয়ে করতে অস্বীকার করে। এরপরই প্রেমিকের যৌনাঙ্গ কেটে টয়লেটে ফ্ল্যাশ করে দেয় প্রেমিকা। ঘটনার পর পুলিশ অভিযুক্ত প্রেমিকাকে […]
ব্যালটে নয়, ইভিএমে ভোট জানিয়ে দিল শীর্ষ আদালত
ভোটের মুখে বড় রায় সুপ্রিম কোর্টের। ব্যালটে নয়, ইভিএমের মাধ্যমেই ভোটের নির্দেশ আদালতের। ১০০ শতাংশ ভিভিপ্যাড ইভিএম মিলিয়ে দেখার আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। একইসঙ্গে ভবিষ্যতে ভিভি প্যাডে বার কোড ব্যবহারের পরামর্শ দিয়েছে আদালত। ইভিএমে ভোটের পক্ষে রায় জানিয়ে দিল শীর্ষ আদালত। আর তার ফলে কার্যত স্বস্তি নির্বাচন কমিশনের। ব্যালট পেপারে ভোটের আবেদন খারিজ […]