হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ছেন ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। বুধবার দুই কুস্তিগীর রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতেই, নির্বাচনে তাঁদের লড়াইয়ের ইঙ্গিত মেলে। এবার কার্যত সেই খবরে শিলমোহর পড়ল। হরিয়ানার জুলনা এবং বদলি আসন থেকে লড়তে পারেন ভিনেশ এবং বজরং। ভিনেশ লড়তে পারেন জুলনায় এবং পুনিয়ার আসন হতে পারে বদলি। সূত্রের তরফে প্রাথমিকভাবে এমন খবর মেলে। তবে ভিনেশ জুলনা থেকে লড়তে চাইলেও, তাঁকে হরিয়ানার গুরুগ্রাম আসন ছাড়তে চাইছে হাত শিবির। এমন খবরও পাওয়া যায়। গুরুগ্রামের পরিবর্তে ভিনেশ যাতে জুলনায় লড়তে পারেন, তার জন্যই রাহুল গান্ধীর সঙ্গে বুধবার দিল্লিতে হাজির হয়ে অবসরপ্রাপ্ত কুস্তিগীর সাক্ষাৎ করেন বলে মনে করছে রাজনৈতিক মহল। হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস প্রাথমিকভাবে যে ৬৬ আসনের তালিকা তৈরি করেছে, সেখানে আপাতত ভিনেশের নাম নেই বলে জানা যাচ্ছে। তবে ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় লড়তে শিগগিরই ভিনেশের আসন কংগ্রেসের তরফে স্থির করা হবে বলেই মনে করা হচ্ছে।
Related Posts
কাজে এলো না রোহিতের শতরান, ২০ রানে জয়ী চেন্নাই সুপার কিং
চেন্নাই সুপার কিংস: ২০৬/৪ ঋতুরাজ ৬৯, দুবে ৬৬, হার্দিক ২/৪৩)মুম্বই ইন্ডিয়ান্স: ১৮৬/৬ (রোহিত ১০৫*, পাথিরানা ৪/২৮)২০ রানে জয়ী চেন্নাই সুপার কিং ওয়াংখেড়েতে একেবারে টানটান লড়াইয়ের সাক্ষী থাকলেন দর্শকরা। ধোনি ধামাকা থেকে রোহিতের দুরন্ত ইনিংস- রবিবারের সন্ধ্যা জমিয়ে দিলেন ভারতীয় দলের দুই অধিনায়ক। টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠায় হার্দিক। শুরুতে সাফল্যও পায় মুম্বই। দলের ৮ রানের মাথায় প্রথম […]
গুজরাতকে ৬ উইকেটে হারালো দিল্লি ক্যাপিটালস
নিজেদের ঘরের মাঠেই ধরাশায়ী হলেন শুভমান গিলরা। মাত্র ৯০ রানের টার্গেট অনায়াসেই তুলে দিল দিল্লি ক্যাপিটালস। বড় ব্যবধানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলেও অনেকখানি উপরের দিকে উঠে এল ঋষভ পন্থের দল। চলতি আইপিএলে খুব একটা ভালো ফর্মে নেই দুই দলই। যদিও আগের ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়ে বুধবার খেলতে নেমেছিল দিল্লি আর গুজরাত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে […]
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে কলকাতা নাইট রাইডার্সকে হারালো পঞ্জাব কিংস
কলকাতা নাইট রাইডার্স: ২৬১/৬ (সল্ট ৭৫, নারিন, ৭১, অর্শদীপ ৪৫/২)পাঞ্জাব কিংস: ২৬২/২ (বেয়ারস্টো ১০৮, শশাঙ্ক ৬৮, নারিন ২৪/১) ৮ উইকেটে জয়ী পঞ্জাব কিংস ইতিহাসের পাতায় উঠে গেল কলকাতা-পাঞ্জাব যুদ্ধ। আইপিএলে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড তৈরি করল পাঞ্জাব। ইডেনে স্যাম কুরানরা জিতল ৮ উইকেটে। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুরান। সাধারণত ইডেনে রান […]