জিম ট্রেনারের সঙ্গে সম্পর্ক ধরা পড়তেই স্বামীকে খুনের প্ল্যান স্ত্রীর, ৩ বছর পর গ্রেফতার ২

শুধু একটি হোয়াটসঅ্যাপ মেসেজ, আর তাতেই গোটা হত্যাকাণ্ডেল প্লটের পর্দাফাঁস হয়ে যায় পুলিশের কাছে। হরিয়ানার ব্যবসায়ী বিনোদ বারারার হত্যাকাণ্ডের ঠিক ৩ বছর পর এই হত্যার অভিযোগে তাঁর স্ত্রী ও স্ত্রীয়ের জিম ট্রেনার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার পরতে পরতে ছিল নানান প্রশ্ন, যে প্রশ্নের জাল ভেদ করতেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত ২ জন। ২০২১ সালের ডিসেম্বরের ১৫ তারিখে বিনোদ বারাদার মৃত্যু হয়েছে। গুলি করে তাঁকে হত্যা করা হয়। ঘটনার তদন্ত এই গুলিতে মৃত্যু ঘিরে। এবার যাওয়া যাক সেই ঘটনার থেকে কয়েক মাস আগে। ২০২১ সালের ৫ অক্টোবর এক দুর্ঘটনায় আহত হন বিনোদ। পঞ্জাবের রেজিস্টার করা গাড়িতে তিনি পথ দুর্ঘটনার শিকার হন। সেই ঘটনায় বিনোদের দুই পা ভেঙে যায়। পুলিশ জানাচ্ছে, এই পর পর ঘটনা বিনোদের স্ত্রী নিধি ও নিধির প্রেমিক পেশায় জিম ট্রেনার সুমিতের কারসাজি। তদন্তে পুলিশ জেনেছে, প্রথমে বিনোদকে হত্যা করার জন্য নিধি ও তাঁর প্রেমিক গাড়ি দুর্ঘটনার ছক কষে। সেই দুর্ঘটনায় বিনোদ মারা যাননি, তবে আহত হন। এরপর একেবারে বিনোদকে শেষ করে দিতে নিধি ও সুমিত গুলি চালনার প্ল্যান কষেন। 

error: Content is protected !!