সকাল থেকেই বুথমুখী হচ্ছিলেন না ভোটারদের একাংশ । তাঁদের সাহস যোগাতে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা কাশেম আলি ৷ তাঁর উপস্থিতিতে তীব্র উত্তেজনা ছড়াল কদম্বগাছির সরদার পাড়া এলাকায় । বাড়ি বাড়ি গিয়ে হাক ডাক দিয়ে ভোটারদের বুথমুখী করার চেষ্টা করতেই পুলিশের বাধার মুখে পড়লেন তিনি। শুরু হয় বচসা। তুমুল বাকবিতণ্ডায় পরিস্থিতি ক্রমেই তপ্ত হয়ে উঠল এলাকা । শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওই বিজেপি নেতাকে ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দেয় বলে অভিযোগ। ঘটনার জেরে পুনর্নির্বাচনের দিনও সরগরম হয়ে ওঠে বারাসত লোকসভার কদম্বগাছির 61 নম্বর বুথ চত্বর ।
Related Posts
ডানকুনিতে ওষুধের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
দিল্লি রোডের পাশে ডানকুনি মোল্লাবেরে ওষুধের গোডাউনে ভয়াবহ আগুন । বুধবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন ৷ অবস্থা বেগতিক দেখে পরে ডেকে পাঠানো হয় আরও তিনটি ইঞ্জিন ৷ সবমিলিয়ে ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে চলেছে ৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল […]
চাঁচলে মিঠুন এবং বিজেপি প্রার্থী খগেন মুর্মুর রোড শো-তে ‘গো ব্যাক’ স্লোগান, ক্ষুব্ধ এলাকাবাসী
বুধবার উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রোড শো চলাকালীন মিঠুন চক্রবর্তীর নামে গো ব্যাক স্লোগান উঠল ৷ তৃণমূলের পতাকাধারী কিছু নেতা-কর্মীই এই স্লোগান তোলেন বলে জানা গিয়েছে ৷ যদিও এই ঘটনাকে অবাঞ্ছিত বলে আখ্যা দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি ৷ এদিকে খগেন মুর্মুকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে এলাকাবাসী ৷ উত্তর মালদা কেন্দ্রের […]
হুগলির পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু কিশোরের, জখম আরও এক, তদন্তে পুলিশ
হুগলি জেলার পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর। আহত এক কিশোরের বাঁ হাত উড়ে গিয়েছে বলে জানিয়েছে তার পরিবার। এখন সে হুগলির ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, পান্ডুয়ার তিন্না নেতাজিপল্লি কলোনিতে পুকুরের ধারে খেলা করছিল বেশ কয়েক জন কিশোর। হঠাৎই বিকট শব্দ পান স্থানীয়েরা। তাঁরা দেখেন, বোমার […]