চণ্ডীগড় বিমানবন্দরে নব-নির্বাচিত BJP সাংসদ কঙ্গনাকে চড় মারার ঘটনায় দেশজুড়ে চর্চা চলছে। তবে ঘটনা প্রসঙ্গে এক্কেবারেই চুপ গোটা বলিউড। কোনও বলি তারকাকেই এবিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। তাঁকে চড় মারার ঘটনায় বলিউড চুপ থাকায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েও পরে সেই পোস্ট মুছে দেন কঙ্গনা রানাওয়াত। তবে এবার চড় কষানোর ঘটনায় মুখ খুললেন সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে চড় মারারর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশাল। বিশাল দাদলানি লিখেছেন, CISF মহিলার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হলে, তিনি তাঁর চাকরি নিশ্চিত করতে চান। বিশাল দাদলানি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঘটনার একটা ভিডিও শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘আমি কখনওই হিংসা সমর্থন করি না। তবে আমি এই CISF কর্মীর রাগের কারণ বুঝতে পারি। সিআইএসএফ যদি তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়, তবে আমি ওঁর চাকরি নিশ্চিত করব, যদি তিনি সেই চাকরি গ্রহণ করতে চান। জয় হিন্দ। জয় জওয়ান। জয় কিষাণ।’
Related Posts
কলেরার ওরাল ভ্যাকসিন আনল ভারত বায়োটেক
কলেরার ওরাল ভ্যাকসিন আনল ভারত বায়োটেক ৷ বর্তমানে ওরাল কলেরা ভ্যাকসিনের বিশ্বব্যাপী চাহিদা বার্ষিক ১০ কোটি ডোজ ছাড়িয়ে গিয়েছে । এই চাহিদার কথা কথা মাথায় রেখেই ভারত বায়োটেকের এই সিদ্ধান্ত নিয়েছে ৷ মঙ্গলবার সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান বাজারে কলেরার ওরাল ভ্যাকসিনের আনার কথা জানান ৷ তিনি এও জানান, ভুবনেশ্বর ও হায়দরাবাদের ইউনিটে বছরে এই HILLCHOL একক-স্ট্রেন […]
এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার তাঁর আবেদন খারিজ করার পাশাপাশি উচ্চ আদালতের তরফে ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তিনি। জানা যাচ্ছে, আবগারি দুর্নীতি মামলায় ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে বুধবার সকাল ১০ টা নাগাদ […]
‘প্রধানমন্ত্রীর পদ দেওয়া হলেও বিজেপিতে যাব না’, কটাক্ষ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার
প্রধানমন্ত্রীর পদ দেওয়া হলেও তিনি কখনও বিজেপিতে যোগদান করবেন না। স্পষ্ট জানিয়ে দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। লোকসভা ভোটের আগে সুর চড়িয়ে তিনি বলেন, বিজেপি বা আরএসএস কেউই দেশের উন্নতি করতে পারবে না। সাধারণ মানুষকে বোকা বানানোর কাজটি তারা সুন্দরভাবে করে চলেছে। যারা নিজেদের দল থেকে বিজেপিতে নাম লিখিয়েছেন তাঁদেরকে কটাক্ষ করে সিদ্দারামাইয়া বলেন, রাজনীতিবিদদের বর্তমানে […]