কেরলের ত্রিশুরপুরমে যৌন হেনস্থার শিকার বিদেশি যুগল, ভাইরাল ভিডিও

এক বিদেশি যুগল কেরলের ত্রিশুরপুরমে ব্লগ বানাতে এসে যৌন নির্যাতনের শিকার হলেন। ম্যাকেঞ্জি এবং কিনান, ওই আমেরিকান যুগল পেশায় ব্লগার। ভারতীয় সংস্কৃতি, দোকান বাজার নানা কিছু তাঁরা নিজেদের ব্লগে তুলে ধরেন। দিন কয়েক আগে ওই দম্পতি যান কেরলের ত্রিশুর পুরমে। আর সেখানে যৌন হেনস্থার স্বীকার হন ম্যাকেঞ্জি। সাক্ষাৎকার নেওয়ার সময়ে এক ব্যক্তি জোর করে চুম্বন করতে আসে তাঁকে। গত ১৯ এপ্রিলের সেই অভিজ্ঞতার ভিডিয়ো নিজেদের ইনস্টা হ্যান্ডেলে তুলে ধরেছেন ম্যাকেঞ্জি।

error: Content is protected !!