তৃতীয় দফার ভোটগ্রহণ বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শরদ পাওয়ার থেকে মহারাষ্ট্রে বিরোধী এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে থেকে বাংলার মহুয়া মৈত্র, রীতেশ দেশমুখ থেকে জেনেলিয়া ডিসুজা-রা এই দফায় ভোট দিলেন। তৃতীয় দফায় রাত আটটা পর্যন্ত দেওয়া হিসেবে দেশে ভোট পড়ল ৬১.৪৫ শতাংশ। এবার এই ভোট শতাংশ থেকে চূড়ান্ত ভোটদানের হারে দুই থেকে তিন শতাংশ যোগ হতে পারে। ভোটের হারেই পরিষ্কার এই দফাতেই ভোটারদের মধ্যে ভোট নিয়ে তেমন উতসাহ নেই। এবার এই ভোট কমার হার বিজেপি নাকি কংগ্রেস, এনডি না ইন্ডিয়া-কাদের পক্ষে রায় যাবে তা নিয়ে ধন্দ রয়েছে। দুই শিবিরেরই দাবি তাদের পক্ষেই রায় যাবে। বাংলার চার কেন্দ্র- মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর ও মালদা দক্ষিণে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিতেই ভোট হল। রাত আটটা পর্যন্ত বাংলার চার কেন্দ্র ভোটদানের হার ৭৩.৯৩ শতাংশ। যে ১১টি রাজ্যে তৃতীয় দফায় ভোট হল, তার মধ্যে সবচেয়ে বেশী ভোট পড়ল অসমে (৭৫.২৬ শতাংশ)। আর সবচেয়ে ভোট পড়ল মহারাষ্ট্রে ৫৪.৭৭ শতাংশ।
Related Posts
বিশ্বজুড়ে মাইক্রোসফট উইন্ডোজের সার্ভার ডাউন, ব্যাহত বিমানবন্দর থেকে ব্যাঙ্কিং পরিষেবা
সকাল থেকে চূড়ান্ত ভোগান্তি উইন্ডোজ ইউজারদের। কম্পিউটার খুললেই তাঁদের স্ক্রিনে ভেসে উঠছে নীল পর্দা। সেখানে বলা হচ্ছে, কম্পিউটার বা ল্যাপটপ আপডেট নিচ্ছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আপডেট নেওয়ার পরেও কাজ করছে না তাঁদের ডিভাইস। বিশ্বজুড়ে মাইক্রোসফটের এই বিভ্রাটের জেরে ব্যাহত হচ্ছে বিমানবন্দর থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা। উইন্ডোজ জানিয়েছে, ক্রাউডস্ট্রাইক আপডেট হওয়ার কারণে এই সমস্যা। এর ফলে […]
একনাথ শিন্ডের বাসভবনে বৈঠক চন্দ্রবাবু নাইডু-র
আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে তাঁর বর্ষা বাংলোতে দেখা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, পরিকাঠামো ও অর্থনীতি-সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে ৷ বিশেষ সূত্রের থেকে এ কথা জানা গিয়েছে ৷ ‘এক্স’-এর একটি পোস্টে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয় বলেছে যে, মুখ্যমন্ত্রীরা তাঁদের রাজ্যগুলির মধ্যে অগ্রগতির জন্য সহযোগিতা নিয়ে আলোচনা […]
উত্তরপ্রদেশের লখনউয়ে জুনিয়র ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণ, পলাতক অভিযুক্ত সিনিয়র ছাত্র
জুনিয়র ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে হাত, পা-বেঁধে ধর্ষণ করে বিশ্ববিদ্যালয়ের ওই সিনিয়র ছাত্র ৷ ডক্টর ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্রীকে তারপর অর্ধনগ্ন অবস্থায় গাড়ি থেকে রাস্তায় ফেলে দেয় অভিযুক্ত ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের ৷ শনিবার সিকান্দ্রা এলাকার রাস্তায় ওই ছাত্রীকে জোর করে তোলা হয় ৷ এরপর তাঁকে হাত ধরে টেনে জোর করে গাড়িতে […]