আমেরিকায় গিয়ে কোয়াড সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও বৈঠক করেছেন মোদি। তারপরেই কোয়াড সম্মেলনে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এমন একটা সময়ে আমাদের এই বৈঠক হচ্ছে, যখন বিশ্বের নানা প্রান্তে উত্তেজনা এবং সংঘর্ষের বাতাবরণ রয়েছে। এমন পরিস্থিতিতে কোয়াড গোষ্ঠীর দেশগুলি একসঙ্গে মিলে কাজ করছে মানবতার স্বার্থে, গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে। বিশ্বশান্তির জন্য কোয়াড তাই গুরুত্বপূর্ণ। আমাদের সকলের অগ্রাধিকার ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বাধীন, মুক্ত, সমৃদ্ধিমূলক বাতাবরণ বজায় রাখা। সেটাই আমাদের অঙ্গীকার।’ এরই সঙ্গে কোয়াড সম্মেলনে যোগ দিতে পারার জন্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে কোয়াড সম্মেলন। সেই কারণে আগাম ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন। আপাতত নিজের পরবর্তী কর্মসূচির জন্য নিউ ইয়র্কে উড়ে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই অনাবাসী ভারতীয়দের একটি সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আমেরিকার শীর্ষ সংস্থাগুলির সিইওদের সঙ্গেও সাক্ষাৎও করবেন তিনি। এছাড়াও রাষ্ট্রসঙ্ঘের সামিট অব দ্য ফিউচার শীর্ষক সম্মেলনে যোগ দেবেন মোদি।
Related Posts
ব্রাজিলে নিষিদ্ধ ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, ঘোষণা সুপ্রিমকোর্টের
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স- কে নিষিদ্ধ ঘোষণা করল ব্রাজিলের সুপ্রিমকোর্ট। এক্সের মালিক টেক বিলিয়নিয়ার ধনকুবের এলন মাস্ক, ব্রাজিলে আইনী প্রতিনিধির নাম জানাতে অস্বীকার করায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে বাক স্বাধীনতা এবং ভুল তথ্যের কারণে দু পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বিবাদ আরও তীব্র হলও বলে মনে করা হচ্ছে। এর আগে, […]
বাংলাদেশের ফরিদপুরে বাস-পিক আপ ভ্যানের সংঘর্ষ, মৃত ১৩
বাংলাদেশের ফরিদপুরে বাস-পিক আপ ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল ১৩ জনের। আহত আরও বেশ কয়েকজন। ফরিদপুরের কানাইপুরের কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মৃত ১৩ জনের মধ্যে চারজনই এক পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর ফরিদপুর-করিমপুর হাইওয়েতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
গাজার শরণার্থী শিবিরে মিসাইল হামলায় মৃত ৪৫
এবার ইজরায়েলি সেনা হামলা চালাল দক্ষিণ গাজার রাফায় শরণার্থী শিবিরে। প্রাণ গিয়েছে বহু শিশুর। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫। আহত হয়েছে বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই হামলার জেরে সমালচনার সম্মুখীন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর দাবি,”সাধারণ নাগরিকদের ক্ষতি না করার চেষ্টা করেছিলাম। তারপরেও গতকাল রাতে একটি মর্মান্তিক ভুল […]