‘১৯ লক্ষ EVM মেশিন মিসিং, কত ভোটার ছিল, কত মেশিন ছিল সেটা আমরা জানতে চাই’, কমিশনকে তোপ মমতার

আজ, বুধবার ফরাক্কা এবং বহরমপুরের জনসভা থেকে কমিশনের দেওয়া ভোট শতাংশের হিসাব নিয়ে বিজেপির কারচুপির কথা প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু তাই নয়, দেশের সব বিরোধী দলকে একজোট হয়ে সতর্ক থাকার কথাও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের কাছে ইভিএম এবং ভোটারের সংখ্যার হিসাবও জানতে চেয়েছেন তিনি। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ভোট পড়েছে ৬০ শতাংশ। এর পর দ্বিতীয় দফার ভোট পড়েছে ৬০.৯৬ শতাংশ। কিন্তু ভোটের চূড়ান্ত হার এত দিন জানায়নি কমিশন। মঙ্গলবার তাদের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, প্রথম দফায় দেশে ৬৬.১৪ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৬৬.৭১ শতাংশ ভোট পড়েছে। এর ফলে দেখা গেল আগের থেকে প্রায় ছয় শতাংশ বেড়ে গিয়েছে। এদিন তিনি বলেন, “কত ভোটার ছিল, কত মেশিন ছিল সেটা আমরা জানতে চাই।” মমতার দাবি, ১৯ লক্ষ মেশিন মিসিং আছে অনেকদিন ধরে। তিনি বলেন, “লোকের ভোট পাল্টে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছে। এটা আমার সন্দেহ। মানুষের সন্দেহ দূর করুন। নিরপেক্ষ হয়ে কমিশনকে কাজ করতে হবে। আর সত্যিটা জানাতে হবে। প্রতারণা হচ্ছে কি না, জানাতে হবে। ভোটেও চিটিং!”

error: Content is protected !!