আজ, বুধবার ফরাক্কা এবং বহরমপুরের জনসভা থেকে কমিশনের দেওয়া ভোট শতাংশের হিসাব নিয়ে বিজেপির কারচুপির কথা প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু তাই নয়, দেশের সব বিরোধী দলকে একজোট হয়ে সতর্ক থাকার কথাও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের কাছে ইভিএম এবং ভোটারের সংখ্যার হিসাবও জানতে চেয়েছেন তিনি। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ভোট পড়েছে ৬০ শতাংশ। এর পর দ্বিতীয় দফার ভোট পড়েছে ৬০.৯৬ শতাংশ। কিন্তু ভোটের চূড়ান্ত হার এত দিন জানায়নি কমিশন। মঙ্গলবার তাদের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, প্রথম দফায় দেশে ৬৬.১৪ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৬৬.৭১ শতাংশ ভোট পড়েছে। এর ফলে দেখা গেল আগের থেকে প্রায় ছয় শতাংশ বেড়ে গিয়েছে। এদিন তিনি বলেন, “কত ভোটার ছিল, কত মেশিন ছিল সেটা আমরা জানতে চাই।” মমতার দাবি, ১৯ লক্ষ মেশিন মিসিং আছে অনেকদিন ধরে। তিনি বলেন, “লোকের ভোট পাল্টে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছে। এটা আমার সন্দেহ। মানুষের সন্দেহ দূর করুন। নিরপেক্ষ হয়ে কমিশনকে কাজ করতে হবে। আর সত্যিটা জানাতে হবে। প্রতারণা হচ্ছে কি না, জানাতে হবে। ভোটেও চিটিং!”
Related Posts
হাওড়ার কাছে মালগাড়ির ইঞ্জিনে আগুন
এবার হাওড়া লাইনের বালিটিকুড়ির কাছে একটি মালগাড়ির ইঞ্জিনে আগুন লাগে। তবে ঘটনার খবর রেল দফতরের আধিকারিকরা ও দমকল কর্মীরা। কীভাবে মালগাড়ির ইঞ্জিনে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। রক্ষণাবেক্ষণের কোনও সমস্যা রয়েছে কি না সেটাও দেখা হচ্ছে। সূত্রের খবর মালগাড়ির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। এরপরই ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। বালটিকুড়ি শেখ […]
উত্তরবঙ্গ মেডিক্যালে লাগাতার ছাত্র আন্দোলনের জের নতিস্বীকার, পদত্যাগ ডিন ও সহকারী ডিনের
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লাগাতার ছাত্র আন্দোলনের জেরে নতিস্বীকার। পদত্যাগ করলেন ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল। প্রায় ঘণ্টাছয়েক পড়ুয়াদের আন্দোলন-বিক্ষোভের পর পদত্যাগ করেন তাঁরা। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পড়ুয়া চিকিৎসকদের ওপর অমানবিক অত্যাচার, টিএমসিপি ইউনিটের নামে হুমকি ও তোলাবাজির অভিযোগে সরব হলেন চিকিৎসক-পড়ুয়ারা। […]
নাতনিকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে
প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে। সম্পর্কে ওই ব্যক্তি নাবালিকার দাদু বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকায়। ওই ব্যক্তি একাধিকবার ধর্ষণ করলেও। প্রাণের ভয়ে নির্যাতিতা কিছুই বলতে পারেনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যায় পরিবার। তখন জানা যায় নাবালিকা অন্তঃসত্ত্বা। তখনই গোটা বিষয়টি পরিবারের […]