সপ্তাহ জুড়ে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বজ্রপাতের পাশাপাশি জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। যার জন্য আগেভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হবে বুধবার থেকেই। আজ সকালেই বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অংশে সমুদ্র পৃষ্ঠের থেকে ১.৫ থেকে ৫.৮ উচ্চতার মধ্যে ঘূর্ণাবর্তের অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও হরিয়ানা থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত সমুদ্র পৃষ্ঠের ওপরে ঘূর্ণাবর্ত রয়েছে। এই কারণে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ নিম্নচাপের সৃষ্টি হবে। এটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে শুক্রবার সকাল নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।ঝোড়ো হাওয়ার দাপটে শুক্রবার সমুদ্র উত্তাল থাকবে। এই আবহাওয়ায় মৎস্যজীবীদের বৃহস্পতিবার ও শুক্রবার সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Related Posts
অবশেষে স্বস্তির খবর, ১৮ থেকে ২০ জুনের মধ্যে বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে, জানাল আবহাওয়া দফতর
গরম থেকে অবশেষে স্বস্তির খবর মিলল, বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে ঢুকবে বর্ষা বলে জানাল হাওয়া অফিস। ১৮ জুন থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। আজ ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী চার পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি […]
আগামী মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক
আগামী ১১ জুন নবান্নে প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের কাজ শুরু করা এবং গতি আনতে এই উদ্যোগ মুখ্যমন্ত্রীর। নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নিয়েছে বৃহস্পতিবার। শুক্রবার নবান্ন সূত্রের ‘বর, বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে প্রত্যেক মন্ত্রী, সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, সমস্ত দফতরের সচিব এবং প্রধান সচিবদের। মার্চের শেষ থেকে ভোটের […]
বিজেপির বাংলা বনধ বাতিল চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা, বুধবার সকালে শুনানি
বিজেপি ডাকা বাংলা বনধ বাতিল করতে চেয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। জনজীবন স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসনকে যথাযথ পদক্ষেপ করার আবেদনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।আইনজীবী সঞ্জয় দাস মামলার অনুমতি চান, তাঁকে সেই মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে জনস্বার্থ মামলার অনুমতি দেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মঙ্গলবার সময় […]