প্রধানমন্ত্রীর পদ দেওয়া হলেও তিনি কখনও বিজেপিতে যোগদান করবেন না। স্পষ্ট জানিয়ে দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। লোকসভা ভোটের আগে সুর চড়িয়ে তিনি বলেন, বিজেপি বা আরএসএস কেউই দেশের উন্নতি করতে পারবে না। সাধারণ মানুষকে বোকা বানানোর কাজটি তারা সুন্দরভাবে করে চলেছে। যারা নিজেদের দল থেকে বিজেপিতে নাম লিখিয়েছেন তাঁদেরকে কটাক্ষ করে সিদ্দারামাইয়া বলেন, রাজনীতিবিদদের বর্তমানে কোনও নীতি নেই। তাই তাঁরা যেকোনও সময় সাধারণ মানুষকে বোকা বানায়। মোদি জমানাকে কটাক্ষ করে তাঁর দাবি, ব্রিটিশরা ভারতবর্ষকে শাসন করে নিজেদের কাজ হাসিল করেছিল। এবার সেই একই কাজ করছে বিজেপি। ভোটে জিততে বিজেপি সবকিছু করতে পারে। প্রসঙ্গত, কর্ণাটকে দুটি দফায় লোকসভা ভোট হবে। ২৮ টি আসনের ভোট হবে ২৬ এপ্রিল এবং ৭ মে। এবারের লোকসভার ৫৪৩ টি আসনে ভোটগ্রহণ শুরু হবে ১৯ মে। ফল ঘোষণা হবে ৪ জুন।
Related Posts
প্রধানমন্ত্রীর শপথ গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তার চাদর রাজধানীতে
রবিবার সন্ধেতেই প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদি। রাজধানীতে তাই এখন চূড়ান্ত ব্যস্ততা। গোটা দিল্লিতে এখন থেকেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। থাকছে ৫ কোম্পানি আধা সামরিক বাহিনী, এনএসজি কমাণ্ডার। রয়েছে ড্রোনে নিষেধাজ্ঞা। শপথগ্রহণকে কেন্দ্র করে সেজে উঠছে রাষ্ট্রপতি ভবন। বিভিন্ন হোটেলগুলিতে […]
আজ দেশজুড়ে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ চলছে
আজ দেশজুড়ে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ চলছে । এর মধ্যে পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রও রয়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি আজ অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচন চলছে। চতুর্থ দফার ভোটে সকালেই ভোটারদের মধ্যে ভাল সাড়া। সকাল ৯টা পর্যন্ত দেশজুড়ে ১০.৩৫ শতাংশ ভোট পড়েছে। সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। ১৫.২৪ শতাংশ […]
রাশিয়া সফরে প্রধানমন্ত্রী মোদি
২২-তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে সোমবার মস্কো সফর শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দু’দিনের গুরুত্বপূর্ণ এই সফর ৮ এবং ৯ জুলাই অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করছেন কূটনৈতিক মহল। গত পাঁচ বছরের মধ্যে এটি মোদির প্রথম রাশিয়া সফর এবং উল্লেখযোগ্যভাবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার […]