আইসক্রিম বিক্রেতার একমাত্র মেয়ের বিয়ে ধুমধাম করে দেওয়ার জন্য ঋণ নিয়েছিলেন। কিন্তু তা সময় মতো শোধ করতে না পারায় প্রাণ হারালেন এক ব্যক্তি। এই দুর্ভাগ্যজনক ঘটনাই ঘটল বিহারের মুজফরাপুর জেলার সাকরা ব্লকের সিরাজবাদ গ্রামে । মৃতের নাম আকবর আলি। জানা গিয়েছে সময় মতন ঋণ শোধ করতে না পারার ফলে ওই আইসক্রিম বিক্রেতার উপর মানসিক চাপ বাড়াতে থাকে ব্যাঙ্কের কর্মীরা। সেই চাপ আর রাখতে পারেননি ওই ব্যক্তি। অভিযোগ, নিজের মেয়ের বিয়ের জন্য মোট ৬ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন ওই ব্যক্তি। অল্প অল্প করে দেনা মিটিয়েও দিচ্ছিলেন। কিন্তু, গত ২৬ অগাস্ট, সোমবার টাকা আদায় করতে বাড়িতে আসেন ব্যাঙ্কের কর্মীরা। আকবরকে হুমকি দিতে থাকেন তাঁরা। মানসিকভাবে হেনস্থাও করতে থাকেন। সেই চাপ আর নিতে পারেননি তিনি। একটা সময় বুকে ব্যথা নিয়ে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই প্রসঙ্গে, আকবরের ছোট ছেলে আনোয়ারুল বলেন, “কোম্পানি থেকে রোজ টাকা আদায় করতে লোক আসত। তাঁরা হুমকির স্বরে বলত যদি সঠিক সময়ে টাকা না দিলে তাঁরা মেয়েকে তুলে নিয়ে যাবে।” তাঁর ছেলে আরও জানান, প্রতিমাসে ৪৪ হাজার টাকা শোধ করতে হত। সেই জন্য তাঁর বাবা সমস্ত গরু-বাছুর বিক্রি করে দিয়েছিল। এমনকি তাঁর বাবা আইসক্রিম বিক্রি করত, তাঁর বড় ভাই ঠিকাদার হিসাবে কাজ করত, তাঁর মা সেলাইয়ের কাজ করত। এমনকি, তাঁর মেয়েকেও অফিসে ডেকে পাঠানোর কুপ্রস্তাবও দেওয়া হয়। এমনকি আকবরকে জনসমক্ষে বারংবার হেনস্থা করা হয়। এই প্রসঙ্গে স্থানীয় থানার আধিকারিক রাজু পাল জানান, পরিবার দেহ ময়না তদন্ত করতে দেয়নি। তবে তাঁরা অভিযোগ জানালেই আমরা পদক্ষেপ করব।
Related Posts
বাজেটে বৈষম্যের অভিযোগ তুলে সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূল সহ বিরোধী দলের সাংসদদের
বিরোধী-শাসিত রাজ্যকে বঞ্চনা করা হয়েছে এবারের বাজেটে ৷ এমনই অভিযোগ তুলে প্রতিবাদে সংসদের বাইরে সরব হয়েছে তৃণমূল সহ বিরোধী দলের সাংসদরা ৷ কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “কেন্দ্রীয় বাজেটে অনেক রাজ্যের প্রতি অন্যায় হয়েছে ৷ আমরা তাদের ন্যায়বিচারের জন্য লড়াই করছি ।” কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, “বেশিরভাগ রাজ্যের জন্য খুব […]
মুম্বইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে প্রায় ৩ ঘণ্টার বৈঠক অভিষেকের
মহারাষ্ট্রের শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে মুম্বই উড়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, উদ্ধব ঠাকরের ডাকে সাড়া দিয়েই মুম্বই গিয়েছেন অভিষেক। সেখানে উদ্ধবের বাসভবন মাতোশ্রীতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসেন দুই নেতা। অভিষেকের সঙ্গে ছিলেন ডেরেক ও’ব্রায়েনও। তিন ঘণ্টা ধরে বৈঠক […]
মোদির শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত মামলা, আপ সাংসদের আর্জি খারিজ আদালতে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত ডিগ্রি সম্পর্কিত মামলায় ধাক্কা খেলেন আপ সাংসদ সঞ্জয় সিং ৷ গুজরাত বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মানহানি মামলায় ট্রায়াল কোর্ট সঞ্জয় সিং-এর বিরুদ্ধে সমন জারি করেছিল ৷ সেই সমনকে চ্যালেঞ্জ করে আপ সাংসদ সঞ্জয় সিং সুপ্রিম কোর্টে আবেদন করেন ৷ সোমবার সেই আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ […]