গরমে দিল্লির ভিড় বাসে বিকিনি পরেই সফর তরুণীর, ভাইরাল ভিডিও

তীব্র গ্রীষ্মে রীতিমতো বিকিনি পরে দিল্লির ভিড় বাসে দেখা গেল এক তরুণীকে। ঘটনার ভিডিও করেন এক সহযাত্রী। তরুণীর পোশাকের হাল দেখে কার্যত হকচকিয়ে যান বাসের অন্য যাত্রীরা। মধ্যবয়সী এক মহিলা দ্রুত তরুণীর থেকে খানিক সরে দাঁড়ান। অন্য এক ব্যক্তি স্বল্পবসনার থেকে দূরে যেতে পড়িমরি নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান। সোশ্যাল মিডিয়া পোস্ট করা ভিডিওর কমেন্ট বক্স উপচে পড়েছে হাজার রকম মন্তব্যে। যা হুড়মুড় করে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। প্রশ্ন উঠছে, ‘শালীনতা’ ও ‘স্বাধীনতা’র সীমা নিয়ে। তরুণীকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটিজেনদের মধ্যে। একদল যেমন বিকিনি পরে ট্রাম-বাসের মতো গণ পরিবহনে চাপায় নিন্দা করেছেন, আরেক দল ব্যক্তি স্বাধীনতার কথা বলে সমর্থন করেছেন তরুণীকে।

error: Content is protected !!