বিশ্বজুড়ে কাজ করছে না এক্স হ্যান্ডেল (টুইটার) ৷ মঙ্গলবার গভীর রাত থেকে সমস্যায় পড়েন এক্স হ্যান্ডেল ব্যবহারকারীরা ৷ তাঁরা এক্স হ্যান্ডেলটি রিফ্রেশ করতে পারছেন না ৷ একই সঙ্গে নতুন কোনও পোস্টও লোড করা যাচ্ছে ইলন মাস্কের এক্সে ৷ এক্স হ্যান্ডেলের কর্ণধার ইলন মাস্ক এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে নিজেদের মধ্যে আলাপচারিতা করছিলেন ৷ সেই সময়ই এই অঘটন ঘটে ৷ তাই মাস্ক একে বড়সড় সাইবার হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ৷ ডাউন ডিটেক্টর এই বিষয়টিতে নজর রাখছে ৷ তারা জানাচ্ছে, বুধবার সকাল ৯.৩০টা নাগাদ বহু ব্যবহারকারী এ নিয়ে অভিযোগ করতে থাকেন ৷ তাঁরা কমেন্ট করেন, ‘টুইট লোড করা যাচ্ছে না’, ‘সাইট কাজ করছে না’ ৷ কোথাও আবার ‘অ্যান এরর অকার্ড’ (বিঘ্ন ঘটেছে), এমন লেখা ভেসে ওঠে স্ক্রিনে ৷ এই ঘটনাটি বিশ্বের প্রায় সর্বত্র এই অবস্থা ৷ আমেরিকায় এই সংক্রান্ত ৩৬ হাজার ৫০০টি অভিযোগ জমা পড়েছে ৷ ডাউন ডিটেক্টর আরও জানিয়েছে, কানাডায় ৩ হাজার ৩০০টি রিপোর্ট, ব্রিটেনে ১ হাজার ৬০০টি ৷ হঠাৎ কেন এক্স হ্যান্ডেল কাজ করছে না, তার সঠিক কারণ জানা যায়নি ৷ বহু ভারতীয়েরও একই অভিজ্ঞতা হয়েছে ৷ তাঁরা অভিযোগ করেছেন, কোনও পোস্ট করা যাচ্ছে না এক্স হ্যান্ডেলে ৷ এক্স (টুইটার) অ্যাপটি খুলে তা ব্যবহার করার সময় এই সমস্যায় পড়তে হয়েছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা ৷ এই ঘটনা সাইবার হানাও হতে পারে, ইঙ্গিত দিয়েছেন খোদ মাস্ক ৷
Related Posts
‘আর্থিক সাহায্য আর বিমা এক নয়!’ অগ্নিবীর ইস্যু নিয়ে ফের সরব রাহুল গান্ধি
ফের একবার নিহত অগ্নিবীরের পরিবারের আর্থিক সাহায্য নিয়ে সরব রাহুল গান্ধি। সরকারের উদ্দেশে ফের আক্রমণ শানিয়ে কংগ্রেস সাংসদের দাবি, কর্মরত অবস্থায় নিহত অগ্নিবীরদের এক কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা মিথ্যা। রাহুলের যুক্তি, জীবন বিমা বাবদ প্রাপ্ত টাকাকে কেন্দ্র আর্থিক সাহায্য বলে দেখাতে চাইছে। অগ্নিবীর নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে […]
উত্তরপ্রদেশের একাধিক জেলায় একই দিনে বাজ পড়ে মৃত ৩৮
উত্তরপ্রদেশে একই দিনে বেশ কয়েকটি জেলায় বাজ পড়ে মৃত্যু হল ৩৮ জনের। সবচেয়ে খারাপ অবস্থা প্রতাপগড় জেলায়। সেখানে ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতও হয়েছেন বেশ কয়েক জন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলে স্থানীয় সূত্রে খবর। উত্তর ভারতে বিগত বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে চলছে বজ্রপাতও। এর এতেই ঘটেছে একের পর এক […]
পঞ্জাবে ইডির অভিযানে উদ্ধার সাড়ে ৩.৫ কোটি টাকা
২০২৪ সালের লোকসভা নির্বাচনের শেষ পর্বের ভোটের আগে বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি বড় পদক্ষেপ করেছে। অবৈধ খনির মামলায়, ইডি পঞ্জাবের রোপার (রূপনগর) জেলার ১৩টি স্থানে অভিযান চালিয়েছে, যেখান থেকে তারা নগদ ৩.৫ কোটি টাকা উদ্ধার করেছে। ইডির অভিযান এখনও চলছে এবং ইডি আরও নগদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।তথ্য অনুসারে, রোপারের আশেপাশের এলাকায় এবং ইডি কর্তৃক বাজেয়াপ্ত […]