বিশ্বজুড়ে কাজ করছে না এক্স (টুইটার) হ্যান্ডেল, বড়সড় সাইবার হানার আশঙ্কা ইলন মাস্কের

বিশ্বজুড়ে কাজ করছে না এক্স হ্যান্ডেল (টুইটার) ৷ মঙ্গলবার গভীর রাত থেকে সমস্যায় পড়েন এক্স হ্যান্ডেল ব্যবহারকারীরা ৷ তাঁরা এক্স হ্যান্ডেলটি রিফ্রেশ করতে পারছেন না ৷ একই সঙ্গে নতুন কোনও পোস্টও লোড করা যাচ্ছে ইলন মাস্কের এক্সে ৷ এক্স হ্যান্ডেলের কর্ণধার ইলন মাস্ক এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে নিজেদের মধ্যে আলাপচারিতা করছিলেন ৷ সেই সময়ই এই অঘটন ঘটে ৷ তাই মাস্ক একে বড়সড় সাইবার হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ৷ ডাউন ডিটেক্টর এই বিষয়টিতে নজর রাখছে ৷ তারা জানাচ্ছে, বুধবার সকাল ৯.৩০টা নাগাদ বহু ব্যবহারকারী এ নিয়ে অভিযোগ করতে থাকেন ৷ তাঁরা কমেন্ট করেন, ‘টুইট লোড করা যাচ্ছে না’, ‘সাইট কাজ করছে না’ ৷ কোথাও আবার ‘অ্যান এরর অকার্ড’ (বিঘ্ন ঘটেছে), এমন লেখা ভেসে ওঠে স্ক্রিনে ৷ এই ঘটনাটি বিশ্বের প্রায় সর্বত্র এই অবস্থা ৷ আমেরিকায় এই সংক্রান্ত ৩৬ হাজার ৫০০টি অভিযোগ জমা পড়েছে ৷ ডাউন ডিটেক্টর আরও জানিয়েছে, কানাডায় ৩ হাজার ৩০০টি রিপোর্ট, ব্রিটেনে ১ হাজার ৬০০টি ৷ হঠাৎ কেন এক্স হ্যান্ডেল কাজ করছে না, তার সঠিক কারণ জানা যায়নি ৷ বহু ভারতীয়েরও একই অভিজ্ঞতা হয়েছে ৷ তাঁরা অভিযোগ করেছেন, কোনও পোস্ট করা যাচ্ছে না এক্স হ্যান্ডেলে ৷ এক্স (টুইটার) অ্যাপটি খুলে তা ব্যবহার করার সময় এই সমস্যায় পড়তে হয়েছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা ৷ এই ঘটনা সাইবার হানাও হতে পারে, ইঙ্গিত দিয়েছেন খোদ মাস্ক ৷

error: Content is protected !!