আরজি করের ঘটনা রাজনীতির বিষয় নয়, তা সব দলকে বুঝতে হবে। বৃহস্পতিবার এমনই বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দেয়। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘পরিস্থিতিকে রাজনৈতিক করবেন না। রাজনৈতিক দলগুলিকেও বুঝতে হবে। চিকিৎসকদের সুরক্ষা এবং উন্নয়নের জন্য আমরা চিন্তিত।’ এ দিন কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে তা কেটে ফেলা হবে।’ পাল্টা রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন, ‘এক বিরোধী নেতা বলেছেন গুলি চলবে।’ এরপরেই আদালত বলে, ‘এই পরিস্থিতিকে রাজনৈতিক করবেন না। আইন আইনের পথে চলবে।’ উল্লেখ্য, আরজি কর নিয়ে সুর চড়িয়েছিলেন বিরোধী নেতারা। রাজ্য প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন বিজেপি নেতারা। পাল্টা সরব হয়েছিল তৃণমূলও। সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আদালতের এই বার্তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আরজি কর মামলার পরবর্তী শুনানি হতে চলেছে ৫ সেপ্টেম্বর।
Related Posts
কলকাতার নয়া পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা, বিনীত গোয়েল হলেন স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি এবং আইজিপি, স্বাস্থ্য দফতরেও বিরাট রদবদল
প্রতিশ্রুতি মতোই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের বড় পদক্ষেপে পুলিশ এবং স্বাস্থ্য দফতরে বিরাট রদবদল। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন আইপিএস মনোজ কুমার ভার্মা। আইপিএস বিনীত কুমার গোয়েলকে স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি এবং আইজিপি করা হল। সোমবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত কুমার গোয়েলকে সরানোর হবে, জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা […]
সুপ্রিমকোর্টের নির্দেশ সত্ত্বেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলার চিকিৎসকরা
কর্মবিরতি চলবে। সুপ্রিম নির্দেশের পরেও নিজেদের অবস্থানে অনড় আরজি কর হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। আরজি করের পাশাপাশি বাংলার সব মেডিক্যাল কলেজে কর্মবিরতি চলবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে আন্দোলনরত চিকিৎসকদের তরফে জানানো হয়, কর্মবিরতি তাঁরা তুলছেন না। হাসপাতালের জরুরি বিভাগ যেমন চালু ছিল, তেমন চালু থাকবে। […]
ফের নিম্নচাপ, আগামী ৭ দিন রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গে আরও জোরালও হচ্ছে বৃষ্টি পরিস্থিতি ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি নিম্নচাপে পরিণত হতে পারে আগামী 48 ঘণ্টায় ৷ তার জেরেই আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, “গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । ঘূর্ণাবর্তটি আগামী ৪৮ […]