এনআইটি পাটনার হোস্টেলের ঘর থেকে উদ্ধার হল এক ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটে গতকাল, শুক্রবার রাতে। ঘটনাস্থলে মিলেছে একটি সুইসাইড নোটও। পুলিস ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কলেজ চত্বরে। পুলিস সূত্রে খবর, মৃত ওই ছাত্রী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। এদিন রাত দশটার কিছু পরে কলেজ থেকে ফোন আসে থানায়। জানানো হয়, হোস্টেলের ঘরের সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস দিয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস আধিকারিকরা। এরপর তাঁরা ছাত্রীটিকে সেখান থেকে উদ্ধার করে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি, হোস্টেলের ঘরটি থেকে বিভিন্ন নমুনাও সংগ্রহ করা হয়েছে। তবে কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিসের প্রাথমিক অনুমান, ছাত্রীটি আত্মহত্যা করেছেন। হোস্টেলের ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বলে পুলিস সূত্রে খবর। তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিস আধিকারিকার। অন্যদিকে, এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরই ক্ষোভে ফেটে পড়েন কলেজের অন্যান্য পড়ুয়ারা। তাঁরা কলেজের বাইরে জমায়েত করে কলেজ কতৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে শুরু করেন।
এনআইটি পাটনার হোস্টেলের ঘর থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ!
