মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াটার পার্কে শিশুদের উপর চলল গুলি, আহত ১০

 মার্কিন যুক্তরাষ্ট্রে মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের বৃহত্তম শহর ডেট্রয়েটের একটি ওয়াটার পার্কে ১০ জনের উপর প্রকাশ্য গুলি চালানো হয়। তাদের মধ্যে দুজন ছেলেমেয়ে গুরুতর আহত হয়। যার একজনের বয়স মাত্র ৮ বছর। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায়। ওকল্যান্ড কাউন্টি শেরিফ মাইকেল বাউচার্ড বলেছেন, বন্দুকধারী সেই ওয়াটার পার্কের কাছের একটি বাড়ির ভিতরে লুকিয়ে ছিল। সেই বাড়ি থেকে বন্দুকবাজকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। ইতোমধ্যে সেই বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিস। পুলিস জানিয়েছে, রচেস্টার হিলসের ব্রুকল্যান্ডস প্লাজা স্প্ল্যাশ প্যাডে গুলির ঘটনায় ১০ জন ভুক্তভোগী আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ব্যক্তির ব্যবহৃত বন্দুকটি উদ্ধার করা হয়েছে।

error: Content is protected !!