কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ইতিমধ্যেই গ্রেপ্তার একজন। ঘটনা ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত চললেও, হাসপাতালের অভ্যন্তরে নিরাপত্তা নিয়ে গোড়া থেকে প্রশ্ন উঠেছে। তরুণী চিকিৎসককে খুনের ঘটনার দুই দিন পর রবিবার আরজি কর মেডিক্যাল কলেজের দুই নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করল হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার চেস্ট মেডিসিন বিভাগের দায়িত্বে থাকা দুই নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাঁরাই দায়িত্বে ছিলেন। সেই রাতেই তরুণী চিকিৎসককে চারতলায় সেমিনার হলে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। নিরাপত্তারক্ষী থাকা সত্বেও কীভাবে অভিযুক্ত হাসপাতালে ঢুকল এবং চারতলা পর্যন্ত উঠল, তা ঘিরে শুরু থেকেই প্রশ্ন ছিল। চাপের মুখে দুইজনকে সাসপেন্ড করা হল। পাশাপাশি হাসপাতালের অভ্যন্তরে আরও সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে আজ। যে সব জায়গায় সিসি ক্যামেরা নেই, সেখানে নতুন করে লাগানো হচ্ছে। যেগুলো দীর্ঘদিন ধরে কাজ করছিল না, সেগুলো মেরামত করা হচ্ছে। রবিবার সকালেও আরজি কর হাসপাতালে বাড়তি পুলিশ মোতায়েন। রয়েছে ব্যারিকেড। গতকাল বাইরের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে রণক্ষেত্র হয়ে ওঠে হাসপাতাল চত্বর।
Related Posts
বাড়িতে পড়ে গিয়ে চোট পেলেন মুকুল রায়, ভর্তি হাসপাতালে
গুরুতর অসুস্থ মুকুল রায়৷ বুধবার রাতেই তড়িঘড়ি কলকাতার অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ সূত্রের খবর, সম্ভবত বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন মুকুল৷ এমনিতেই দীর্ঘদিন ধরে অসুস্থ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল৷ কার্যত গৃহবন্দি অবস্থাতেই ছিলেন তিনি৷ এরই মধ্যে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে সমস্যা তৈরি হল৷ গত এপ্রিল মাসেও মুকুল রায়কে এই […]
নিম্নচাপের জের, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
বিবার সকাল থেকে আকাশ কালো করে মেঘ করে আসবে। সকাল থেকেই একপ্রকার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে দক্ষিণবঙ্গে। চলবে সোমবার পর্যন্ত। একটা কিংবা দুটো জেলা নয়, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এই পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ বর্তমানে দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় […]
মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী ‘অযোধ্যার অবদেশ প্রসাদ’
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের ফলাফল আগের থেকে ভালো হলেও তারা কেন্দ্রে সরকারে আসতে পারেনি। তবে জোটে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে তৃণমূলকে। সূত্রের খবর, সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধীদের তরফ থেকে কে প্রার্থী হবেন, সেই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ […]