মাত্র ৫ বছরের এক পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে পিস্তল। শুধু তাই নয়, ওই পিস্তল দিয়ে সে অন্য একজন পড়ুয়ার উপর গুলি চালিয়েছে। ভয়ংকর ঘটনাটি ঘটেছে বিহারের সুপল জেলার সেন্ট জোয়ান বোর্ডিং স্কুলে। পুলিস জানিয়েছে, ৫ বছরের ওই পড়ুয়া নার্সারির ছাত্র। সে ব্যাগে করে আগ্নেয়াস্ত্রটি লুকিয়ে স্কুলে নিয়ে যায়। তারপর সে ওই স্কুলেরই ১০ বছরের এক ছেলেকে লক্ষ্য করে গুলি চালায়। দুর্ভাগ্যবশত, গুলিটি তাঁর হাতে গিয়ে লাগে। জানা গিয়েছে, আহত পড়ুয়া ক্লাস ৩-এর ছাত্র। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ আহত ছাত্রের বয়ান ভিডিয়ো করে। সেখানে তাঁকে বলতে দেখা যায়, ‘আমি আমার ক্লাসে যাচ্ছিলাম যখন সে তার ব্যাগ থেকে বন্দুক বের করে। আমাকে লক্ষ্য আচমকাই গুলি চালায়। আমি তাকে থামানোর চেষ্টা করলে গুলিটি আমার হাতে এসে লাগে।’ তিনি আহত জানিয়েছে, অভিযুক্ত ওই ছাত্রের সঙ্গে তাঁর কোনও ঝামেলাও ছিল না। পুলিস ইতোমধ্যে স্কুলের প্রিন্সিপালকে গ্রেফতার করেছে। এবং কীভাবে এত বড় অবহেলা ঘটল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এর পাশাপাশি অভিযুক্ত ছাত্র এবং তার বাবাকে সন্ধানে রয়েছে পুলিশ। অন্যদিকে, স্কুলের এই ভয়ংকর ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছে বাকি অভিভাবকরা।
Related Posts
অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু, সাংসদ হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি
আজ শুরু অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ৷ বেলা ১১টায় অধিবেশনের শুরুতে সাংসদ হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদি ৷ তাঁকে শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব ৷ এরপর আদ্যক্ষর অনুযায়ী শপথ নেবেন বিভিন্ন রাজ্যের সাংসদরা ৷ দু’দিন ধরে চলবে শপথ গ্রহণ অনুষ্ঠান ৷ এরপর ২৬ জুন সংসদরে নিম্নকক্ষের অধ্যক্ষ নির্বাচন ৷ অষ্টাদশ লোকসভার অধিবেশন […]
ভোটের মাঝে আরও বিপাকে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং, যৌন হেনস্তার ৫টি মামলায় মিলল ‘পর্যাপ্ত প্রমাণ’
লোকসভা ভোটের আবহেই দিল্লির কোর্টে বড় ধাক্কা ব্রিজভূষণ শরণ সিংয়ের । ভারতের কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ও বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন মহিলা কুস্তিগিররা। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট জানায়, ব্রিজভূষণের বিরুদ্ধে পাঁচটি মামলায় পর্যাপ্ত প্রমাণ পাওয়া গিয়েছে। ব্রিজভূষণের বিরুদ্ধে ছজন মহিলা কুস্তিগির ছটি মামলা দায়ের করেছিলেন। যার মধ্যে পাঁচটি ক্ষেত্রে পর্যাপ্ত তথ্যপ্রমাণ […]
মহারাষ্ট্রে বৃষ্টির জেরে ভূমিধসে মৃত্যু ২ জন
বর্ষার কারণে গত ২৪ ঘণ্টায় গোয়া-মহারাষ্ট্রে ভারী বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির কারণে মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণ-আহমেদনগর মহাসড়কের মালশেজ ঘাটে ভূমিধস হয়েছে। এতে পাহাড় থেকে একটি বড় পাথর অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনায় চাচা-ভাতিজা মারা যান। নিহতদের নাম রাহুল বাবন ভালেরাও (৩০) ও শচীন ভালেরাও (৭)। আজ দেশের ১২টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। […]