লাদাখে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৬, আহত ২২

লাদাখে ভয়াবহ দুর্ঘটনায় বাস উলটে মৃত ৬। আহত ২২। পুলিশ সূত্রে খবর, বাসটি বিয়ে বাড়িতে যাচ্ছিল। স্কুলে্র এক কর্মীর বিয়ে উপলক্ষ্যে বাসটি রওনা দিয়েছিল। দুরবুক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। লেহ জেলা প্রশাসক সন্তোষ সুখদেবে জানিয়েছেন, বাসটি স্কুলের কর্মীদের নিয়ে তাদের এক সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনা ঘটে। বাসটি উলটে গভীর খাদে পড়ে যায়। উদ্ধারকাজে হেলিকপ্টার নামানো হয়। ২২ জনকে উদ্ধার করে এসএনএম ও লেহ’ সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের জেলা প্রশাসন, পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

error: Content is protected !!