বিহারে ছয় বছরের এক শিশুকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ। এরপর তাকে খুন করে নদীর চরে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। নৃশংস এই ঘটনায় মঙ্গলবার পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও কেউ জড়িত রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি অভিযান চলছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলায়। উচিবান গ্রামের বাসিন্দাদের থেকে খবর পেয়ে মোরহার নদীর ধার থেকে ছয় বছরের শিশুর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এরপরই দেহটি শনাক্ত করে মৃতার পরিবার। এরপর বাবা-মাই পরে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশকে নির্যাতিতার পরিবার জানিয়েছে, সোমবার বাড়ি থেকেই তাকে অপহরণ করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, অপহরণের পর ছয় বছরের শিশুটিকে গণধর্ষণ করা হয়। এরপর তাকে খুন করে নদীর চরে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। প্রথমে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাকে জেরা করে আরেক অভিযুক্তর সন্ধান পেয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুকে গণধর্ষণ ও খুনের ঘটনার পর তোলপাড় বিহারের এই গ্রাম। এক অভিযুক্তকে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। সোমবার সারারাত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
Related Posts
রাশিয়া সফরে প্রধানমন্ত্রী মোদি
২২-তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে সোমবার মস্কো সফর শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দু’দিনের গুরুত্বপূর্ণ এই সফর ৮ এবং ৯ জুলাই অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করছেন কূটনৈতিক মহল। গত পাঁচ বছরের মধ্যে এটি মোদির প্রথম রাশিয়া সফর এবং উল্লেখযোগ্যভাবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার […]
অন্ধ্রপ্রদেশের ৯টি ও ঝাড়খণ্ডের ২টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস
অন্ধ্রপ্রদেশের ৯টি ও ঝাড়খণ্ডের দুটি লোকসভা আসনে প্রার্থীদের নাম জানিয়ে দিল কংগ্রেস শিবির। গতকালই কাঁথি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে বাংলার তালিকা সম্পূর্ণ করে ফেলেছে কংগ্রেস। কংগ্রেসের প্রার্থী তালিকায় এখন সবার নজর শুধু আমেথি ও রায়বারেলির দিকে। জোর জল্পনা, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা এই দুটি আসন থেকে হাত চিহ্নে দাঁড়াবেন। ঝাড়খণ্ডে বিজেপির হেভিওয়েট […]
তালিকা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, ৪৪ বদলে জম্মু ও কাশ্মীরে মাত্র ১৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির
সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে ৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। তবে প্রার্থী তালিকা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে ১৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, তালিকায় বেশ কিছু ভুলভ্রান্তি থাকায় পুরনো তালিকা প্রত্যাহার করে নয়া তালিকা প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালে বিশেষ মর্যাদা হারানো ও জম্মু […]