সিবিআইয়ের হাতে থাকা ৭ হাজার মামলার বিচার ঝুলে, রিপোর্ট সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের

সিবিআইয়ের সাফল্যের হার কতটা? নতুন করে ফের একই প্রশ্ন তুলে দিল কেন্দ্রের রিপোর্টই। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের (সিভিসি) বার্ষিক রিপোর্ট বলছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত করা ৬ হাজার ৯০৩টি আর্থিক দুর্নীতির মামলা দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। এর মধ্যে ৩৬১টি মামলা ২০ বছরেরও বেশি পুরনো। পাশাপাশি, ৬৫৮টি আর্থিক দুর্নীতির মামলার এখনও সিবিআই তদন্ত চালাচ্ছে। এর মধ্যে ৪৮টি এমন মামলা রয়েছে, যেগুলির তদন্ত পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলছে। সিভিসি রিপোর্টে জানিয়েছে, ৬ হাজার ৯০৩টি মামলার মধ্যে ১ হাজার ৩৭৯টি তিন বছরের কম সময় ধরে বিচারাধীন। ৮৭৫টি মামলা তিন থেকে পাঁচ বছর ধরে এবং ২ হাজার ১৮৮টি মামলা পাঁচ বছর থেকে দশ বছরে ধরে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। আর ২ হাজার ১০০ মামলার বিচার দশ থেকে কুড়ি বছরেও শেষ হয়নি। রিপোর্টে বলা হয়েছে, যে ৬৫৮টি মামলার তদন্ত এখনও সিবিআই শেষ করতে পারেনি তার মধ্যে ৭৪টি মামলাও তিন বছরের বেশি সময় ধরে তদন্ত চলছে। ৭৫টি মামলার দু’বছরেরও বেশি সময় ধরে, ১৭৫টি মামলা এক বছরেরও বেশি সময় ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  রিপোর্টে বলা হয়েছে, ‘মামলা দায়ের হওয়ার এক বছরের মধ্যে সিবিআই তদন্ত শেষ করবে এটাই আশা করা হয়। তদন্ত শেষ করার অর্থ সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করা।’ তদন্ত শেষ না করতে পারার জন্য অতিরিক্ত কাজের চাপ, লোকবলের অভাব, তদন্তে অনুমতি পেতে দেরির মতো কারণ দায়ী বলে জানিয়েছে সিভিসি। 

error: Content is protected !!