সিবিআইয়ের সাফল্যের হার কতটা? নতুন করে ফের একই প্রশ্ন তুলে দিল কেন্দ্রের রিপোর্টই। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের (সিভিসি) বার্ষিক রিপোর্ট বলছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত করা ৬ হাজার ৯০৩টি আর্থিক দুর্নীতির মামলা দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। এর মধ্যে ৩৬১টি মামলা ২০ বছরেরও বেশি পুরনো। পাশাপাশি, ৬৫৮টি আর্থিক দুর্নীতির মামলার এখনও সিবিআই তদন্ত চালাচ্ছে। এর মধ্যে ৪৮টি এমন মামলা রয়েছে, যেগুলির তদন্ত পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলছে। সিভিসি রিপোর্টে জানিয়েছে, ৬ হাজার ৯০৩টি মামলার মধ্যে ১ হাজার ৩৭৯টি তিন বছরের কম সময় ধরে বিচারাধীন। ৮৭৫টি মামলা তিন থেকে পাঁচ বছর ধরে এবং ২ হাজার ১৮৮টি মামলা পাঁচ বছর থেকে দশ বছরে ধরে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। আর ২ হাজার ১০০ মামলার বিচার দশ থেকে কুড়ি বছরেও শেষ হয়নি। রিপোর্টে বলা হয়েছে, যে ৬৫৮টি মামলার তদন্ত এখনও সিবিআই শেষ করতে পারেনি তার মধ্যে ৭৪টি মামলাও তিন বছরের বেশি সময় ধরে তদন্ত চলছে। ৭৫টি মামলার দু’বছরেরও বেশি সময় ধরে, ১৭৫টি মামলা এক বছরেরও বেশি সময় ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রিপোর্টে বলা হয়েছে, ‘মামলা দায়ের হওয়ার এক বছরের মধ্যে সিবিআই তদন্ত শেষ করবে এটাই আশা করা হয়। তদন্ত শেষ করার অর্থ সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করা।’ তদন্ত শেষ না করতে পারার জন্য অতিরিক্ত কাজের চাপ, লোকবলের অভাব, তদন্তে অনুমতি পেতে দেরির মতো কারণ দায়ী বলে জানিয়েছে সিভিসি।
Related Posts
আগামী ২৫ জুলাই ৪ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
আগামী ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ২৭ জুলাই দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বাজেট অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদদের নিয়েও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দিল্লিতেই তৃণমূল কংগ্রেসের সংসদের নিয়ে বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, সেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ২৮ জুলাই দুপুরে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী। ২৬ […]
জলপথে বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে ওড়িশা উপকূলে নামালো ১০টি ইন্টারসেপ্টর বোট
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ে উঠলেও শান্তি যে রাতারাতি ফিরে এসেছে এমন নয়। বিশেষ করে যে ভয়ঙ্কর হানাহানি, রক্তপাত, হিংসা, লুঠপাট বাংলাদেশে গত কয়েকদিন ধরে চলেছে তাতে আতঙ্কিত সেখানকার সংখ্যালঘুরা। তাই ভারতের সীমান্তগুলিতে তাঁরা ভিড় জমাতে শুরু করেছেন। চোরাগোপ্তা কোনও পথে যদি ভারতে ঢুকে পড়া যায় সেই চেষ্টাও চলছে বলে সূত্রের খবর। আর এই কারণে ওড়িশা […]
জম্মু ও কাশ্মীরে ভয়াবহ অগ্নিকাণ্ড
সোমবার বিকেলে জম্মু ও কাশ্মীরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের বাহরি কাদাল বাজার মসজিদের কাছে। আগুনের তীব্রতা ভয়াবহ। ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ছে। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।