নেপালের পশ্চিমাংশে ভয়াবহ ধসে একই পরিবারের পাঁচজন সহ মৃত্যু হয়েছে নয় জনের। নেপালের ডিজাস্টার রেসকিউ অ্যান্ড রিডাকশন ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র ডিজান ভাট্টরাইয়ে জানিয়েছেন, কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি জেলার মালিকা গ্রামে ধসের সময় একই পরিবারের পাঁচ সদস্য মাটির নিচে চাপা পড়ে মারা গেছেন। তার মধ্যে দুটি শিশুও রয়েছে। পার্শ্ববর্তী স্যাংজা জেলাতেও এক মহিলা এবং তার তিন বছরের কন্যা সন্তান ধসের কারণে মারা গেছে। গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলাতেও দুজন নিহত হয়েছেন। জুনের মাঝামাঝি সময় থেকে বর্ষা শুরু হওয়ার পর থেকে নেপালে ভূমিধস, বন্যা এবং বজ্রপাতের ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
Related Posts
ঝাড়খণ্ডে কুয়ো খুঁড়তে গিয়ে মর্মান্তিক ঘটনা, মাটি চাপা পড়ে মৃত্যু ৪
মর্মান্তিক দুর্ঘটনা ঘটল ঝাড়খণ্ডে। মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্টের (এমজিএনআরইজিএ) অধীনে একটি কূপ খনন করার সময় ধসে পড়ল মাটি। তার নিচে চাপা পড়ে মৃত্যু হল ৪ শ্রমিকের। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লোহারদাগার সেনহা থানার অন্তর্গত ছিতারি আম্বা টলি গ্রামে। সেখানে সেচের জন্য কূপ খনন করা হচ্ছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম হল- আবু […]
‘নো সেফটি-নো ডিউটি’, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দিল্লি AIIMS সহ একাধিক হাসপাতালে
আরজি করকাণ্ডের আঁচ গোটা দেশে। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন দেশের একাধিক ছোট-বড় হাসপাতালের চিকিৎসকরা। দিল্লি, মুম্বই, কলকাতার পাশাপাশি বিভিন্ন শহরের জুনিয়র এবং রেসিডেন্ট ডাক্তাররা এই প্রতিবাদে সামিল হয়েছেন। মেডিক্যাল স্টাফদের পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে চলছে প্রতিবাদ। এমারজেন্সি ছাড়া অন্যান্য সমস্ত পরিষেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। সোমবার সকাল থেকে দিল্লির AIIMS হাসপাতালের বাইরে চিকিৎসক এবং মেডিক্যাল পড়ুয়াদের […]
দিল্লিতে সাত সকালে ভেঙে পড়ল বিল্ডিং, ধ্বংসস্তুপের নীচে আটকে থাকার আশঙ্কা
এদিন সকালে বড়সড় দুর্ঘটনার সাক্ষী রইল দিল্লি। এদিন সকাল ৯টা নাগাদ রাজধানী শহরের কারোল বাগ এলাকায় আচমকাই ভেঙে পড়ল একটি বিল্ডিংয়ের একাংশ। যার জেরে ধ্বংসস্তুপের নীচে আটকে পড়েন বেশ কিছু মানুষ। স্থানীয় সূত্রে খবর, সেই সংখ্যা ১০-এরও বেশি। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি উদ্ধারকাজে নামে প্রশাসন। কয়েক ঘণ্টার চেষ্টায় কমপক্ষে ৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয় […]