বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল আনার প্রস্তাব মন্ত্রিসভায়। বিধানসভায় পেশের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা । সূত্রের খবর, বিধানসভায় বিল পেশ হতে চলেছে আগামী ৩ সেপ্টেম্বর। ইতিমধ্যেই আইনের ড্রাফ্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ২ তারিখ থেকে রয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন। ৩ তারিখ অর্থাৎ অধিবেশনের দ্বিতীয় দিনে পেশ হবে বিল। প্রসঙ্গত, আরজি করের ঘটনার আবহে শুরু থেকেই অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল ছাত্র দিবসের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেও ফের একবার সে কথা শোনা গিয়েছিল তাঁর মুখে। তখনই বলেছিলেন বিধানসভায় বিল আনার কথা। এদিকে এদিনই আবার ছিল ক্যাবিনেট বৈঠক। সেই বৈঠকেই এই বিল আনার বিষয়ে চূড়ান্ত সম্মতি দেওয়া হয় বলে খবর। তারপরই ঠিক হয়ে যায দিনক্ষণ।
Related Posts
রাজ্য মন্ত্রিসভায় রদবদল, দায়িত্ব বাড়ল মানস, চন্দ্রিমা, বাবুলের, কারা দফতর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী
রাজ্য মন্ত্রিসভার রদবদল। দায়িত্ব বাড়ল মানস ভুঁইয়া, চন্দ্রিমা ভট্টাচার্য ও বাবুল সুপ্রিয়ের। দফতর বদলে গেল গোলাম রব্বানী। পরিবেশ দফতর থেকে সরিয়ে এবার তাঁকে দায়িত্ব দেওয়া হল অপ্রচলিত শক্তি দফতরের। শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব দেওয়া হল বাবুল সুপ্রিয়কে ৷ সেক্ষেত্রে দায়িত্ব বাড়ল তাঁরও। তাৎপর্যপূর্ণভাবে সদ্য মন্ত্রিত্ব হারানো অখিল গিরির কারামন্ত্রীর দায়িত্ব নিজের হাতেই রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। […]
ডায়মন্ড হারবারগামী লোকালে আগুনের ফুলকি, শিয়ালদহ দক্ষিণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল
লোকাল ট্রেনে আগুনের ফুলকি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। রবিবার বেলা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছিল। শুধুমাত্র বজবজ ও ক্যানিং লোকাল চলছিল। দুর্ভোগের ছবি স্টেশন চত্বরে। ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন অসংখ্য যাত্রী। এর পরই স্বস্তির খবর এল দুপুর গড়িয়ে। ৩টে বেজে ৩৩ মিনিটে চালু হল ট্রেন। লক্ষ্মীকান্তপুর লোকাল স্টেশন ছাড়ল। ৩ […]
সুপ্রিম নির্দেশ, আরজি কর হাসপাতালে ডাক্তার-নার্স এবং স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় মোতায়েন ১৫১ জন জওয়ান
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল৷ সেই নির্দেশ মেনে গত বুধবারই শোনা গিয়েছিল৷ সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই আদালতের নির্দেশে আরজি কর হাসপাতালে মোতায়েন করা হল মোট ১৫১ জন আধা সামরিক বাহিনীকে৷ সূত্রের খবর, হাসপাতালের ভিতরে এবং হোস্টেলের নিরাপত্তা দেখবে এই আধা সামরিক বাহিনী৷ মোট ২০টি জায়গায় তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে৷ জানা গিয়েছে, মহিলা হোস্টেল, বয়েজ হোস্টেল, পিজিটি […]